এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ জুন : উত্তরপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গের মালদা জেলা । ফের ভাগীরথীর স্রোতে ভাসতে দেখা গেল মৃতদেহ । শনিবার দুপুরে মালদা জেলার ভুতনি থানা এলাকার ভাগীরথীর কোশিঘাটের কাছে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা । আন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকা হওয়ায় ভেসে আসা লাশটি ভিন রাজ্যের কোনও করোনা আক্রান্তের বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা । এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় । এদিকে খবর পেয়েই মৃতদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে ছুটে গেছে ভুতনি থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ ভাগীরথীতে দুটি মৃতদেহ ভেসে আসতে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা । তার মধ্যে একটি দেহ স্রোতের টানে ভেসে চলে যায় । অপর দেহটি আটকে যায় কোশিঘাটের কাছে নদীর কিনারায় । ঘটনার কথা জানাজানি হতেই কোশিঘাটে এসে জমায়েত হয় এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ । আসে ভূতনি থানার পুলিশ ।
বিগত কয়েকদিন ধরেই ভাগীরথীতে মৃতদেহ ভেসে আসতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা । তবে দেহগুলি স্রোতের টানে চলে যাওয়ায় করোনা নিয়ে আশঙ্কা থাকা সত্ত্বেও গ্রামবাসীরা বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন না । কিন্তু এদিন একটি দেহ ভাগীরথীর কিনারায় আটকে যাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় । খবর পেতেই তৎপরতা দেখা যায় পুলিশ প্রশাসনের মধ্যে।
প্রসঙ্গত,গত মাসে উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন প্রান্তে ভাগীরথীতে লাশ ভেসে আসার ঘটনা সামনে এসেছিল । আর জেরে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল । এদিকে মালদার মানিকচক এলাকা বিহার সংলগ্ন হওয়ায় ভাগীরথীতে মৃতদেহ ভেসে আসার সম্ভাবনায় তখন স্থানীয় পুলিশ নদীতে তল্লাশি অভিযান শুরু করেছিল । যদিও তখন কোনও লাশ উদ্ধার হয়নি । কিন্তু এদিন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে আসায় চাপে পড়ে গেছে পুলিশ ।
পুলিশ জানিয়েছে,দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।