এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১০ মার্চ : ফের লোকজন ডেকে এনে প্রকাশ্যে বেত্রাঘাতের প্রদর্শন করল তালিবান । তালেবানের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে পারওয়ান প্রদেশে চারজনকে বেত্রাঘাত করা হয়েছে। আজ রবিবার,তালেবানের সুপ্রিম কোর্ট একটি নিউজলেটার প্রকাশ করে লিখেছিল যে এই লোকেদের ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য অভিযুক্ত করা হয়েছিল এবং প্রত্যেককে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। খবরে বলা হয়েছে, তালিবান এই চারজনের প্রত্যেককে বেত দিয়ে ৩৯ বার নির্মমভাবে পিটিয়েছে ।
গত সপ্তাহে বুধবার, তালিবানরা ময়দান ওয়ারদাক প্রদেশে “বিবাহবহির্ভূত সম্পর্ক এবং অনৈতিকতার” অভিযোগে ১০ জনকে বেত্রাঘাত করেছিল ।
মানবাধিকারকে সম্মান করার জন্য এবং লোকজনদের আমন্ত্রিত করে মাঠের মাঝে শাস্তি দেওয়া নিষিদ্ধ করার জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক চাপ সত্ত্বেও এক সময়ের কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী তালিবান কোন কিছুতেই কর্ণপাত করছে না ।।