এইদিন ওয়েবডেস্ক,চুঁচড়া,১০ মার্চ : শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরের সামনে অন্নভোগের আয়োজন করা হয়েছিল । সেই সময় স্থানীয় মুসলিম জনতা এখানে চড়াও হয়ে ইঁটপাটকেল ছোড়ে বলে অভিযোগ । ইঁট লেগে একজন পূণার্থীর মাথা ফেটে যায় । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়ার দেশবন্ধু পল্লি এলাকায় । ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী । পুলিশ বাহিনীর বিরুদ্ধে আক্রান্তদের পরিবারের মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।
আজ রবিবার চুঁচুড়ার দেশবন্ধু পল্লি এলাকায় মিছিল করে গিয়ে শিবমন্দিরে পুজো দেন বিজেপি নেত্রী । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’রাত্রি নটা সাড়ে নটা নাগাদ দেশবন্ধু পল্লীর শিব মন্দিরে স্থানীয় মুসলমানদের দল পাথর এবং ঢিল নিয়ে আসে । তারা ঐ সমস্ত ইঁট পাটকেল পুণ্যার্থীদের লক্ষ্য করে ছোড়ে । তাদের হাতে লোহার রড লাঠিও ছিল । তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ।’ তিনি বলেন, ‘শিবরাত্রি উপলক্ষে দুদিন ধরে উৎসব ছিল,এজন্য তারা শিবমন্দিরকে টার্গেট করেছিল । উৎসবের শুরু থেকেই মুসলিমরা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল । গতকাল রাতে চরম আকার নেয় ।’ ঘটনার বিবরণ দিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন,’শিবরাত্রি উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল । তাদের ছোড়া পাথরে অনেকের মাথা ফাটে । আক্রান্ত দের পরিবারের মহিলারা তাদের বাঁচাতে ছুটে এলে পুলিশ তাদের লাঠিচার্জ করে । একটা মহিলা পুলিশও ছিল না । পুরুষ পুলিশকর্মীরা মহিলাদের মারধর করে বাড়ি ঢুকে যেতে বলে । পুলিশ একতরফাভাবে আচরণ করেছে ।’
পুলিশের ভূমিকার প্রশ্ন তুলে বিজেপির সাংসদ বলেন, ‘পুলিশ কেন মহিলাদের গায়ে হাত তুলবে? অথচ যারা পাথর ছুড়েছে তাদেরকে কিছু বলছে না পুলিশ । ঘটনার সময় তৃণমূলের নেতা, তৃণমূলের কাউন্সিলর দাঁড়িয়েছিল সেখানে । তারা সব দেখছিল । তাদের সামনেই মহিলাদেরকে পেটানো হচ্ছিল । তারা কি চায় যে শিব মন্দির ভেঙে দেওয়া হোক ? উল্টে তৃণমূলের মহিলা কাউন্সিলর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন । আপনার তো সন্দেশ খালি দেখেছেন, কিন্তু হুগলি হলো সন্দেশখালির বাবা ।’ পাশাপাশি তিনি জানান যে যারা পূর্ণার্তিদের লক্ষ্য করে পাথর ছুড়েছে তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে ।
শনিবার রাতে ঘটানোর পর এক মহিলা জানান যে উজ্জ্বল সিং নামে একজনেরর মাথা ফাটে । তার মাথায় ছয়টা সেলাই দিতে হয়। এক যুবক অভিযোগ করেছেন যে মুসলিম জনতা মহিলাদের শ্লীলতাহানির পর্যন্ত করার চেষ্টা করেছে । তাদের অভিযোগ যে মুসলিমরা চাইছে না যে সেখানে শিব মন্দির থাকুক । তাদের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ শেয়ার করা হয়েছে ।
রাজ্য বিজেপির সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে লিখেছেন, ‘গতকাল চুঁচুড়া বিধানসভার ১৫ নম্বর ওয়ার্ডে ভোলেবাবার পুজো করতে বাধা প্রদান , হিন্দু মা- বোনেদের শিব পুজো চলাকালীন মারধর, শিব মন্দির ভাঙার চেষ্টা করে তৃণমূলের লুঙ্গি বাহিনী। আজ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ভোলেবাবার পূজা- অর্চনায় অংশগ্রহণ করলাম। আগামীদিনে সর্বদা এলাকা বাসীদের পাশে আছি।’।