এইদিন স্পোর্টস নিউজ,১০ মার্চ : টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করলেন শ্রীলঙ্কার পেসার নুয়ান তুশারা । সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেছেন। ইনিংসের চতুর্থ ওভারে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করে হ্যাটট্রিক করেন তিনি । ওভারের দ্বিতীয় বলটি খাটো লেন্থে পড়ে লেট সুইংয়ে ভেতরে ঢুকে ভেঙে দেয় শান্তর স্ট্যাম্প। এরপরের বলটি ছিল একটি দুর্দান্ত আউট সুইঙ্গার। যার কোনো জবাবই খুঁজে পাননি হৃদয়। ভেল্কিবাজি দেখিয়ে বল উপড়ে ফেলেছে তার স্টাম্প। আর হ্যাটট্রিক বলে তুশারা এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রিয়াদকে। পরে আরও দুই উইকেট শিকার করে ইনিংসে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন এই স্লিঙ্গার অ্যাকশনের পেসার।
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা দ্বিতীয় লঙ্কান বোলার তুশারা। প্রথমজন হলেন তুশারা-পাতিরানাদের পূর্বসূরি লাসিথ মালিঙ্গা। ২০১৭ সালে কলম্বোয় টাইগারদের বিপক্ষে হ্যাটট্রিক করেন এই কিংবদন্তি বোলার । বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত মোট ৬ জন বোলার হ্যাটট্রিক করেছেন। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম হ্যাটট্রিকটিও হয় বাংলাদেশের বিপক্ষেই ।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি। এই হ্যাটট্রিক দিয়েই শুরু। ২০১৯ সালে নাগপুরে ভারতের দীপক চাহার হ্যাটট্রিক করেন টাইগারদের বিপক্ষে। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সময় হ্যাটট্রিক করেন নাথান এলিসও। আর আজকের আগে শেষ হ্যাটট্রিকটি ছিল আফগান তারকা করিম জানাতের। গত বছর জুলাইয়ে এই সিলেটের মাঠেই হ্যাটট্রিক করেছিলেন জানাত।।