এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১০ মার্চ : আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের প্রধান প্রাক্তন ডিএমকে নেতা জাফর সাদিককে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ ১৫ দিন ধরে আত্মগোপন করে থাকার পর রাজস্থানের জয়পুরের একটি হোটেল থেকে তাকে পাকড়াও করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো(এনসিবি)। জাফর সাদিক তিন বছরে ২,০০০ কোটি টাকার মাদক বিদেশে পাচার করেছে বলে অভিযোগ । এনসিবি জানতে পেরেছে যে মাদক পাচার থেকে প্রাপ্ত অর্থ দলীয় তহবিল এবং চলচ্চিত্র নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল । এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও তার ছেলে করুণানিধি স্ট্যালিনের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের প্রধান জাফর সাদিকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে । এছাড়া ।ডিএমকে-র বেশ কয়েকজন সাংসদ ও বিধায়কের সঙ্গে তার ছবিও ভাইরাল হয়েছে । বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই স্ট্যালিনদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে ডিএমকে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মাদকের ভয়াবহতা বেড়েছে ।
জাফর সাদিক তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে-এর সাথে যুক্ত ছিলেন এবং দলের এনআরআই শাখার ব্যবস্থাপক ছিলেন । জাফর সাদিক একজন তামিল চলচ্চিত্র প্রযোজক। এখন পর্যন্ত ৪-৫টি ছবি করেছেন তিনি । নির্মাণ করেছিলেন ‘মাঙ্গাই’ চলচ্চিত্র। এর একটি গান লঞ্চ করেছিলেন উদয়নিধির স্ত্রী ।
চলতি বছরের ফেব্রুয়ারীতে, দিল্লি পুলিশ এবং এনসিবি একটি বড় ড্রাগ র্যাকেটের সন্ধান পায় । প্রাথমিকভাবে দিল্লি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জেরা করে পুলিশ জানতে পারে যে এই পুরো র্যাকেটের মূল হোতা তামিলনাড়ুর বাসিন্দা জাফর সাদিক । তদন্তকারী দল জানতে পারে যে সিউডোফেড্রিন নামের একটি মাদক বিভিন্ন খাদ্যদ্রব্যে মাদক লুকিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পাঠাচ্ছিল ওই চক্রটি । মূলত সমুদ্রপথেই পাঠানো হচ্ছিল ওই মাদক ।গত তিন বছরে ৪৫ খেপে এসব দেশে ৩,৫০০ কেজির বেশি মাদক পাঠানো হয়েছে । আন্তর্জাতিক বাজারে এর দাম কমপক্ষে ২,০০০ কোটি টাকা বলা হচ্ছে । এই পুরো র্যাকেটের মাথা হল সাদিক । এদিকে লোকসভা নির্বাচনের ঠিক মুখেই জাফর সাদিকের গ্রেফতার হওয়ার ফলে কোণঠাসা হয়ে পড়েছে ডিএমকে। বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন । তাঁর সন্দেহ যে এই চক্রে ডিএমকের আরও নেতা মন্ত্রীরাও যুক্ত থাকতে পারে ।।