এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ মার্চ : গোটা দেশ লোকসভা নির্বাচনের প্রহর গুনছে। ইতিমধ্যে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি । কিন্তু এখনো পর্যন্ত ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন । কিছু সময়ের জন্য আলোচনা চলছিল যে ভোটের তারিখগুলি যে কোনও সময় ঘোষণা করা হতে পারে । কিন্তু হয়নি । কমিশন সূত্রের সর্বশেষ খবর অনুযায়ী নির্বাচন কমিশন সোমবার থেকে জম্মু ও কাশ্মীর সফর করছে এবং সফরটি ৩ দিন ধরে চলবে । জম্মু ও কাশ্মীরে লোকসভা নির্বাচনের সাথে নির্বাচন করা যেতে পারে কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশের দিকে সামনে রেখে সোমবার থেকে কমিশনের একটি দল সেখানে যাচ্ছে । আর জম্মু-কাশ্মীর থেকে কমিশনের দল ফিরে এসে রিপোর্ট দেওয়ার পর বৃহস্পতিবার অথবা শুক্রবার ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর ।
সূত্রের খবর,লোকসভা নির্বাচন ৭ বা ৮ ধাপে অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন ১৩ মার্চের পরে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে । ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করিতে বেশ কয়েকটি রাজ্য সফর করছে নির্বাচন কমিশন । এটি সম্পন্ন হলে তারিখগুলি ঘোষণা করা হবে । কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্মকর্তারা বর্তমানে তামিলনাড়ু সফর করছেন, এরপর তারা উত্তরপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীর সফর করবেন । আগামী ১৩
মার্চের আগে রাজ্য সফর শেষ হওয়ার কথা। কমিশন প্রস্তুতির মূল্যায়ন করতে গত কয়েক মাস ধরে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) সঙ্গে নিয়মিত বৈঠক করছে। কর্মকর্তারা জানিয়েছেন, সিইও সমস্যার ক্ষেত্র, ইভিএমের পাঠানো, নিরাপত্তা বাহিনীর প্রয়োগ,সীমান্ত নজরদারি প্রভৃতি বিষয়গুলি খতিয়ে দেখছে । নির্বাচন কমিশন চলতি বছর নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার পরিকল্পনা করছে বলে জানা গেছে ।।