এইদিন ওয়েবডেস্ক,মালদ্বীপ,০৯ মার্চ : মালদ্বীপের বেঁধে দেওয়া সময় সীমার মধ্যেই সেনা প্রত্যাহার শুরু করতে চলেছে ভারত । বর্তমানে ৮০ জনের বেশি ভারতীয় সেনা রয়েছে মালদ্বীপে । রবিবার থেকে দফায় দফায় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানা গেছে । ‘ইন্ডিয়া আউট’ স্লোগান তুলে মালদ্বীপের ক্ষমতা এসেছে চীনপন্থি মোহাম্মদ মুইজ্জু । প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই মুইজ্জু ভারতকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছিলেন । আগামী মে মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তিনি । দ্বিপাক্ষিক সমঝোতা অনুযায়ী চলতি বছরের ১০ মে এর মধ্যে মালদ্বীপ ছাড়ার কথা ভারতীয় সেনাদের, যার প্রথম দফা শুরু হবে ১০ মার্চ থেকে ।
এদিকে ভারতের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই প্রতিরক্ষা সহায়তা পেতে চীনের সঙ্গে নতুন চুক্তি করেছে মালদ্বীপ। গত ৪ মার্চ এই চুক্তি স্বাক্ষর করা হয়। বিনামূল্যে সামরিক সহায়তা পেতে চীনের সঙ্গে ওই চুক্তি স্বাক্ষরের দিনই ফের ভারতীয় সেনাদের দেশ ছাড়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা স্মরণ করিয়ে দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু । পরে এই বিষয়ে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকও হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনাদের প্রথম ব্যাচটি মালদ্বীপ ত্যাগ করবে। এছাড়া বাকি সেনাদের আগামী দুই মাসের মধ্যে মালদ্বীপ ত্যাগ করার কথা রয়েছে।
মালদ্বীপের তিনটি বিমানবন্দরের মধ্যে একটির দায়িত্ব নিতে একটি ভারতীয় ‘বেসামরিক মালদ্বীপে পৌঁছানোর সপ্তাহ না পেরোতেই দিল্লির উদ্দেশে এমন কড়া বার্তা দিলেন প্রেসিডেন্ট মুইজ্জু । তিনি বলেন, ১০ মে থেকে মালদ্বীপে কোনো ভারতীয় সেনা থাকবে না। ইউনিফর্ম এবং বেসামরিক পোশাকেও নয়। আমি এটি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি।’
অ্যাটল দ্বীপ সফরের সময় অ্যাটল আইধাফুশি আবাসিক সম্প্রদায়ের উদ্দেশে মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছিলেন, দেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার ক্ষেত্রে তার সরকারের সাফল্য নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তারা পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে ।।