এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,০৮ মার্চ : রাজস্থানের কোটার কালী বস্তি এলাকায় শিবরাত্রি উপলক্ষে শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হয়েছে ১৪ শিশু । শোভাযাত্রায় থাকা একটি ধাতব পাইপ হাইটেনশন লাইনের তারের সংস্পর্শে এলে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে । বর্তমানে সব শিশুই কোটার এমবিএস হাসপাতালে চিকিৎসাধীন । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । আহত শিশুদের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং জ্বালানিমন্ত্রী হীরালাল নগর ।
কোটার এসপি (সিটি) অমৃতা ধাওয়ান জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে। ২০-২৫ জন শিশু-নারী- পুরুষসহ কয়েকজন মিলে রঙ খেলতে জড়ো হয়েছিল। তাদের মধ্যে একটি শিশুর হাতে ছিল ২০-২২ ফুট লম্বা লোহার পাইপ । সে ওই পাইপ মাথার উপর দিয়ে নিয়ে যাওয়ার সময় হাইটেনশন লাইনের তারের সংস্পর্শে চলে আসে । যার ফলে ওই শিশুসহ বাকি শিশুরা বিদ্যুৎস্পৃষ্ট হয় ।
তিনি আরও বলেন,’এক শিশু শতভাগ এবং অন্য এক শিশুর ৫০ শতাংশ পুড়ে গেছে । বাকি শিশুদের অল্পবিস্তর পুড়েছে ৷’ তাদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।।