সঞ্জয় মন্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ মার্চ : আজ শুক্রবার মহা শিবরাত্রির দিন ভাতার থানার কুলনগর গ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন হল নতুন শিব মন্দিরের । শোনা যায়,কুলনগর গ্রামের শতাব্দী প্রাচীন মহাদেব স্বয়ম্ভু । ভগবান ভোলেনাথ নিজেই মাটি ফুঁড়ে শিবলিঙ্গ আকারে মাটি থেকে আবির্ভুত হন । তারপর জনৈক গ্রামবাসীকে স্বপ্নাদেশ দিয়ে পূজার্চনা ও মন্দির নির্মানের নির্দেশ দেয় ।
স্থানীয় গ্রামবাসীরা জানান,স্বপ্নাদেশ পাওয়া কুলনগর গ্রামের বাসিন্দা ধনঞ্জয় যশ কর্মসূত্রে কলকাতায় থাকতেন । তিনি কলকাতার তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী বলাই চন্দ্রশীলকে কুলনগর গ্রামে নিয়ে আসেন এবং একটি মন্দির করে দেওয়ার জন্য অনুরোধ করেন। সেই সময় বলাই চন্দ্র সিল একটি মাটির ঘর এবং আটচালা নির্মাণ করে দেন । তখন থেকে এযাবৎ ওই মাটির ঘরেই পূজিত হয়ে আসছিলেন ভগবান মহাদেব ।
জানা গেছে,সাম্প্রতিক সময়ে মহাদেবের পাকা মন্দির নির্মানের বিষয়ে উদ্যোগী হন কুলনগর গ্রামবাসী । সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভাতার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অশোক হাজরা ও তার পরিবার । অবশেষে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে মহাদেবের মন্দির নির্মিত হয় । আজ তার শুভ উদ্বোধন করা হল ।
মন্দির উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই কুলনগর গ্রাম ছিল উৎসব মুখর । বাবা মহাদেবের জলাভিষেক,শোধন,পঞ্চগব্য করে পূজার্চনা করা হয় । ঢাক এবং হরিনাম সহযোগে সমগ্র গ্রাম পরিক্রমা করা হয় । কুলনগরসহ আশপাশের গ্রাম থেকে প্রায় ৩০০ জন ভক্ত কাটোয়া থেকে গঙ্গা জল নিয়ে এসে মহাদেবের জলাভিষেক করেন । ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী তথা তৃণমূল নেতা অশোক হাজরা,ব্যবসায়ী পরেশ নাথ হাজরাসহ বিশিষ্ট ব্যক্তিসহ অগনিত পূণ্যার্থী । মন্দির কমিটি জানিয়েছেন,আজ শিবরাত্রি উপলক্ষে প্রায় চার হাজার লোকের অন্নভোগের আয়োজন করা হয়েছে । দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভগবান শিবের নতুন মন্দির নির্মান হওয়ায় খুশি গ্রামবাসীরা ।।