এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,০৮ মার্চ : মাঝে আরবি পোশাক পরা একটা রোবট,তার বাম পাশে স্যুট পরা এক ব্যক্তি, ডান পাশে এক বিদেশি সাংবাদিক ওই রোবট সম্পর্কে দর্শকদের পরিচয় করে দিচ্ছেন । ঠিক সেই সময় রোবটটি তার ডান হাত আস্তে আস্তে নিয়ে গিয়ে মহিলা সাংবাদিকের নিতম্ব স্পর্শ করে । চমকে উঠে অল্প আগে সরে গিয়ে সাংবাদিক রোবটের মুখের দিকে তাকিয়ে দেখেন । ইসলামী রাষ্ট্র সৌদি আরবের রিয়াধের ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ।
জানা গেছে, সৌদির ওই পুরুষ রোবটটির নাম দেওয়া হয়েছে ‘রোবট মহম্মদ’ । যদিও রোবটের মধ্যে কামনা বাসনা বলে কিছু থাকার কথা নয় । কিন্তু অনেকে রোবটটিকে ‘উমেনাইজার’ (মেয়ে পাগল) এবং ‘পার্ভার্ট রোবট’ (বিকৃতমনস্ক) বলে মজা করেছেন । প্রসঙ্গত, সৌদি আরবে ইসলামী শরিয়া আইন চালু আছে । শিরচ্ছেদ,পাথর ছুঁড়ে মারা, বেত্রাঘাতের মত সাজা অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে । এখন দেখার বিষয় যে সৌদির ক্রাউন্ড প্রিন্স মহম্মদ বিন সলমন ওই রোবটের বিরুদ্ধে কি পদক্ষেপ নেন ।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ৪ মার্চ । কিউএসএস সিস্টেমস নামে এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সৌদি ‘রোবট মোহাম্মদ’কে তৈরি করেছে। ওইদিন সর্বসমক্ষে আনা হয় রোবরটিকে ৷ সৌদির রাজধানী রিয়াধে ‘ডিপফেস্ট’ অনুষ্ঠানে রোবটটির পরিচয় করিয়ে দিচ্ছিলেন এক মহিলা সাংবাদিক । তখনই রোবটটি হাল্কা ঘাড় দুলিয়ে তার ডান হাত দিয়ে সাংবাদিকের নিতম্ব আলতো করে স্পর্শ করে । কেউ কেউ বলেছেন যে প্রযুক্তিবিদ রোবটির প্রোগ্রামিং প্রয়োগ করেছেন, এই অবাঞ্ছিত ঘটনার জন্য তিনি দায়ী । এখন সেই প্রযুক্তিবিদ সৌদি সরকারের রোষের মুখে পড়ে কিনা সেটাই দেখার ।।