এইদিন স্পোর্টস নিউজ,কলকাতা,০৮ মার্চ :
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে লোকসভা নির্বাচনে প্রার্থী করার চেষ্টা করছে বিজেপি। পশ্চিমবঙ্গের তুলনামূলক ‘সেফ আসন’-এ শামিকে টিকিট দেওয়া হতে পারে । সূত্রের খবর, সন্দেশখালি কান্ডের পর উত্তর ২৪ পরগণা জেলায় ব্যাকফুটে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । সেই কারনে বিজেপি তাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করার পরিকল্পনা করছে বলে খবর । এতে একদিকে হিন্দু ভোট যেমন শামির পক্ষে যাবে, তেমনি অপরদিকে তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপি থাবা বসাতে পারবে বলে মনে করা হচ্ছে । যদিও শামি এখনো তার প্রতিক্রিয়া বিজেপিকে জানাননি বলে জানা গেছে।
এর আগে ইনজুরির কারণে অস্ত্রোপচার হয় মোহাম্মদ শামির । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন । একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয়ের পর, প্রধানমন্ত্রী শামির পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের সাথে দেখা করার সময়ও শামির গাল দু’হাতের তালু দিয়ে জড়িয়ে ধরে শামিকে সান্ত্বনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন শামি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন যে শামির জন্মস্থান আমরোহায় একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হবে। বর্তমানে চোটের কারণে ভারতীয় দলের বাইরে থাকা শামি তার ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করছেন ।।