ও পাড়ার বোস বাবু
হয়েছে রোগেতে কাবু
তবু তার তেলেভাজা চাই রে।
গিন্নি রেগে আগুন
পেটে কি জেগেছে ফাগুন ?
তেলেভাজা ঘরে আর নাই রে।
বোস বাবু কন্ঠে কাতর
ঝর ঝর কত আদর
জলেতে ও তেলেভাজা যায় রে।
জল দিয়ে তেলেভাজা!!
সে কি অত ই সোজা!
পারব না রেগে গেল বাইরে।
অতঃপর উঁকিঝুকি
বোস বাবু করেন কি?
দুজনের কোনো কথা নাই রে।
অবশেষে ভাঙাতে মান
গিন্নির যায় জান
আলু কেটে ব্যাসনে ডোবায় রে।
কড়াইতে দিল জল
তেলের বদলে কলকল
টগবগ ক’রে জল ফোটে রে।
তখনি এক এক করে
আলঝুরি দেয় ছেড়ে
জলেভাজা বাহারে বাহারে।
বাটিভরা জলেভাজা
গিন্নির কমে সাজা
জলেভাজা জয় জয় জয় রে।।