এইদিন ওয়েবডেস্ক,মস্কো,০৮ মার্চ : মস্কোর একটি উপাসনালয়ে হামলার আগেই ইসলামি স্টেট (আইএসআইএস) খোরাসান শাখার সন্ত্রাসীদের খতম করেছে রুশ নিরাপত্তা বাহিনী । তাস নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে যে ইসলামি স্টেট সদস্যরা মস্কোর একদল উপাসনালয়ে হামলার পরিকল্পনা করেছিল। হামলাকারীর সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা খতম হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী,সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ইহুদিদের উপাসনালয়ে হামলার পরিকল্পনা করছিল, কিন্তু গোপন সূত্র থেকে খবর পেয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষেবা তাদের সনাক্ত করে ফেলে । ইসরাইল ও ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের বিভিন্ন শহরে ইহুদি-বিদ্বেষ ও ইসলাম-বিদ্বেষের পরিমাণ বেড়ে গেছে । মস্কোয় ইহুদি উপাসনালয়ে হামলার পিছনে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কারন হিসাবে মনে করা হচ্ছে ।
সাম্প্রতিক বছরগুলির মধ্যে এই প্রথমবারের মতো রাশিয়ায় একটি ধর্মীয় স্থাপনা ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীর নিশানায় এল । মস্কো এর আগে আফগানিস্তান থেকে আইএসআইএসের অনুপ্রবেশের বিপদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিল ।।