সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),০৭ মার্চ : একশ দিনের কাজ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকা আদায়ের দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। ন্যায্য পাওনা আদায়ের দাবিতে আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ডাকে ‘জনগর্জন সভা’র আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ব্লক জুড়ে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে । অন্যান্য ব্লকের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকালে ভাতাড়ের হাউজিং মাঠে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ভাতাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক’শ কর্মী সমর্থক এই প্রস্তুতি সভায় যোগদান করে । বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিনের সভায় উপস্থিত ছিলেন ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী,ব্লক সভাপতি বাসুদেব যশ, ব্লক যুব সভাপতি অমিত কুমার হুই, সহ-সভাপতি জুলফিকার আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি সাহা, তৃণমূল নেতা অশোক হাজরা, যুব নেতা সফিকুল আলম,প্রক্তন ব্লক সভাপতি কোমল সোম ,শুভ্রাংশু বুট সহ অন্যান্যরা। বিধায়ক বলেন,’জনগর্জন সভার আগে ভাতারে এটা একটা ট্রেলার। বাকিটা ব্রিগেডে সবাই দেখতে পাবেন । ব্রিগেডে জনগর্জন সভায় ভাতার থেকে প্রায় ১০ হাজারের বেশি কর্মী সমর্থক যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে ভাতারের তৃণমূল কর্মীরা প্রস্তুত রয়েছে। আমরা পরিযায়ী পাখি নই, আমরা তৃণমূল কর্মী মানুষের পাশে সব সময় থাকি।’।