সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ মার্চ : বর্ধমান-কাটোয়া রেললাইনে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে ভাতারের আমারুন হল্টে ট্রেন অবরোধ কর্মসূচি পালন করল সিপিএমের দুই শাখা সংগঠন ডিওয়াইএফআই এবং এসএফআই । আজ বৃহস্পতিবার বিকেল প্রায় ৫ টা থেকে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন আটকে দেওয়া হয় । কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর রেলপুলিশ, ভাতার থানার পুলিশবাহিনী এবং সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয় । বেশ কিছুক্ষণ অবরোধের পর রেল কর্তৃপক্ষ এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।
আন্দোলনকারী ডিওয়াইএফআই এবং এসএফআই-এর জেলা নেতৃত্বরা এবং স্থানীয় কর্মী সমর্থকদের অভিযোগ যে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে তারা ইতিমধ্যে রেলদপ্তরের কাছে একাধিকবার ডেপুটেশন দিয়েছেন কিন্তু কাজের কাজ হয়নি । এরপরেও ট্রেনের সংখ্যা না বাড়ানো হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ।
এদিন সিপিএমের অবরোধ চলাকালীন একটি যাত্রীবাহী ট্রেনও চলে আসে । আন্দোলনকারীরা ট্রেনের ইঞ্জিনের সামনে উঠে এবং রেল লাইনের ওপরে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । ফলে দীর্ঘক্ষণ ট্রেনটি আমারুন হল্টে আটকে থাকায় চুড়ান্ত নাকাল হতে হয় রেলযাত্রীদের ।।