এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ মার্চ : বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার সাড়ে বারোটা নাগাদ কলকাতার সল্টলেক বিজেপি কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বিজেপিতে যোগ দেওয়ার পরেই রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারকে হঠানোর ডাক দেন তিনি । বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,’২০২৪ এর লোকসভা নির্বাচনে রাজের শাসক দলকে এমন ভাবে পরাভূত করতে হবে যে ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তারা যেন মাথা তুলে দাঁড়াতে না পারে ।’
এদিন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে দলের স্বাগত জানান শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা তথা সাংসদ লকেট চ্যাটার্জি, চৌদ্দ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তুভ বাগচিসহ বিজেপির বেশ কিছু নেতা ও নেত্রী ।
সদ্য বিজেপিতে যোগ দেয়া প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,দল আমাকে যা দায়িত্ব দেবে, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব ।’ লকেট চ্যাটার্জি বলেন,’বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপিতে স্বাগতম। অভিজিৎ বাবুর মত মানুষের রাজনীতিতে আরো আসা প্রয়োজন। কারণ রাজনীতি মানুষের জন্য, মানুষের সেবার জন্য। অভিজিৎ বাবু রাজ্যের লক্ষ লক্ষ যুবকদের মধ্যে একজন আদর্শ। আমি ওনার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ওনাকে বিজেপিতে আসার জন্য ধন্যবাদ জানাই।’।