এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ মার্চ : শ্রীমদভগবদগীতার পঞ্চদশ অধ্যায়ের পুরুষোত্তম যোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ‘শ্রোত্রং চক্ষুঃ স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ/ অধিষ্ঠায় মনশ্চায়ং বিষয়ানুপসেবতে ।‘ অর্থাৎ এই জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে । জীবের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ হল সর্বোৎকৃষ্ট । কিন্তু অর্থাভাবের কারনে বহু মানুষ চোখের ছোটখাটো রোগে ঠিক মত চিকিৎসা করাতে পারেন না । যেকারণে প্রকৃতির দেওয়া এই দুর্লভ অঙ্গ হারিয়ে আমৃত্যু অন্ধকার জগতে চলে যান তারা ।
এলাকার মানুষের এই পরিস্থিতির কথা ভেবে মানবিক উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভাতাড় ব্লক আপডেট খবর ২৪ × ৭ নামে একটা হোয়াটসঅ্যাপ গ্ৰুপ । বর্ধমানের লায়ন্স ক্লাব এর সহযোগিতায় একদিনের জন্য বিনামূল্যে চোখের ছানি অস্ত্রপচারের উদ্যোগ নিয়েছে ওই হোয়াটসঅ্যাপ গ্ৰুপটি । আগামী ২৪ মার্চ,রবিবার, ভাতার থানার বলগোনা বাজারের শিশুদের একটি স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে ।
গ্রুপ অ্যাডমিন মধুসূদন কোঁয়ার জানিয়েছেন,
রোগীদের রক্ত শর্করাসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করা হবে । অস্ত্রপচার হবে বর্ধমান শহরের গুডসশেড রোডে লায়ন্স ক্লাবের ভবনে এবং নিখরচায় রোগীদের নিয়ে যাওয়া হবে।
তবে লেন্স বা ওষুধের খরচ রোগীকেই বহন করতে হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানান যে রোগীর রক্ত শর্করা বা রক্তচাপের লক্ষণ থাকলে তাদের প্রথমে ওষুধ দেওয়া হবে । বাকিদের অস্ত্রপচারের জন্য বর্ধমানে পাঠানো হবে । ভাতার বাজারের চার জায়গায় নাম নথিভুক্তিকরণ করা হচ্ছে এবং ইতিমধ্যে অর্ধ শতাধিক রোগী নাম নথিভুক্ত করে গেছেন বলে জানিয়েছেন তিনি ।
প্রসঙ্গত,২০১৯ সালের ২১ এপ্রিল হাতে গোনা কয়েকজনকে নিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটির পথচলা শুরু হয় । বর্তমানে এই গ্রুপে এক হাজারের অধিক সদস্য রয়েছে । আইনজীবি, চিকিৎসক,চাকুরিজীবী, সাংবাদি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি রয়েছেন এই গ্রুপে । মধুসূদনবাবু বলেন,’আগামী দিনে রক্তদান শিবির,বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির,কৃতী দুঃস্থ ছাত্র-ছাত্রী এবং দুঃস্থ অসহায় ব্যক্তিদের সহযোগিতা করার বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি ।’।