এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,০৭ মার্চ : বুধবার কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রুশ সেনা । তখন সেখানেই ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস । রুশ ক্ষেপণাস্ত্রটি সেখান থেকে মাত্র দেড় হাজার ফুট দূরত্বে এসে পড়ে । ফলে বরাত জোরে প্রাণে বেঁচে যান জেলেনস্কি ও মিৎসোতাকিস । তবে তারা প্রাণে বাঁচলেও নিহত হয়েছেন পাঁচজন ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী ওডেসা পরিদর্শনে গিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রী। সেখানে গ্রিক প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলেনস্কি। পরে দ্বিপাক্ষিক বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলন করে গাড়িতে উঠতে যাচ্ছিলেন তারা । আর তখনই একটা রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা । ঘটনাস্থল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
এই বিষয়ে গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিস সাংবাদিকদের বলেন,’আমরা যখন আমাদের গাড়িতে উঠছিলাম, তখন হঠাৎ করে একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমি মনে করি, এখানে যে সত্যিকারের একটি যুদ্ধ চলছে, আজকের ঘটনাটি তার সবচেয়ে সেরা ও সবচেয়ে প্রাণবন্ত উদাহরণ। এ ধরনের হামলায় কেবল সামরিক লোকজনই নয়, প্রচুর বেসামরিক লোকেরও প্রাণহানি হয় ।’
অন্যদিকে হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন,’বিস্তারিত না জানলেও আমরা জানি এ হামলায় অনেক হতাহত হয়েছে। এসব হামলা থেকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। আর এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ।’
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানান, দুই নেতার গাড়ি বহর হামলার তীব্রতা টের পেয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়েছেন। এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী ওডেসার শিল্প বন্দর জেলায় হামলা চালিয়ে বেশ কিছু ড্রোন শিপ ধ্বংস করেছে, যেগুলো হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রুশিয়ান কর্তৃপক্ষের ।।