সাধন মন্ডল,বাঁকুড়া,০৭ মার্চ : টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চূড়ান্ত পর্যায়ের ম্যাচে টাইবেকারে শিরোমণিপুর ফুটবল ক্লাবকে ১-০ গোলে পরাস্ত করে চার দলীয় ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীর শিরোপা লাভ করল রাইপুর মূলক গাতে গাঁউতা ক্লাব। মঙ্গলবার রাইপুর হাইস্কুল মাঠে আয়োজিত এই ম্যাচ উভয়ার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। টাইবেকারে বিজিত দল গোল করতে ব্যর্থ হয়। বিজয়ী দল একটিমাত্র গোল করে খেতাব লাভ করে। বিজয়ী ও বিজিত দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন রাইপুর ব্লকের বিডিও হীরক বিশ্বাস ও যুগ্ম বিডিও সুজয় ব্যাপারী। এই ফুটবল প্রতিযোগিতার মধ্যে দিয়ে শেষ হয় বাঁকুড়ার জঙ্গলমহলে আয়োজিত ‘জয় জোহার’ মেলা । প্রসঙ্গত, রাজ্যের ১০২ টি আদিবাসী অধ্যুষিত ব্লকের সঙ্গে গত ৩ মার্চ বাঁকুড়ার রাইপুর ব্লকের রাইপুর হাইস্কুল মাঠ সংলগ্ন ময়দানে শুরু হয় ‘জয় জোহার’ মেলা। মেলায় আগতদের মনোরঞ্জনের জন্য তিন দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নৃত্য প্রতিযোগিতা সহ বিভিন্ন বিভাগের প্রদর্শনী ছিল। মেলায় ব্লকের স্বাস্থ্য বিভাগ, ডি আর এম এস ল্যাম্পস, শ্রম দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, প্রাণী বিকাশ দপ্তর, কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সাতটি স্টল ছিল। স্টলগুলি থেকে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের পরিষেবার সঙ্গে সঙ্গে সচেতনতার বার্তা পেয়েছেন। মেলাকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায় সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিদিন মেলায় ভিড় ছিল যথেষ্ট।।