এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৭ মার্চ : বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সন্ত্রাসবাদীর উপর ১০ লাখ টাকার পুরষ্কার ঘোষণা করেছে এনআইএ । কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সন্ত্রাসীর ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় বোমা হামলাকারীর বিষয়ে তথ্য দেওয়ার জন্য এনআইএ ১০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।’
এনআইএ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করেছেন । এর আগে, সিসিবি কর্তৃক পরিচালিত তদন্তের সময়, মুখোশ না পরা হামলাকারীর একটি ছবি পাওয়া যায়। এখন সেই ছবি প্রকাশ করেছে এনআইএ । অভিযুক্ত সম্পর্কে জানতে হলে এবং তথ্য সরবরাহ করার জন্য এনআইএ জনসাধারণকে 080-29510900, 8904241100 নম্বরে কল করার জন্য বলেছে ।
এনআইএ আধিকারিকরা বুধবার ক্যাফে পরিদর্শন করেছেন এবং আরও একটি স্থান পরিদর্শন করেছেন। ক্যাশ কাউন্টার, সিসি ক্যামেরা চেক করে কর্মীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে তদন্তকারী দল । এনআইএকে ঘটনাস্থল থেকে সংগৃহীত ৩৮ টি নমুনার তথ্য দিয়েছে পুলিশ ।।