এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ জুন : পাশেই রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ । ঝাঁ চকচকে । সম্প্রতি নীল-সাদা রঙ করা হয়েছে । সংস্কার করা হয়েছে হাসপাতালের সীমানা প্রাচীরও । কিন্তু জরুরি বিভাগের পাশেই হাসপাতালের কর্মীদের আবাসনটি পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায় । দেওয়ালে নোনা ধরেছে । মাঝে মাঝে ঘররের ছাদ থেকে চাঙড় খসে । হাসপাতাল কর্তৃপক্ষ এনিয়ে আগেই কর্মীদের সতর্ক করে দিয়েছে । কিন্তু করোনার জন্য বাইরে কোথাও ঘরভাড়া মিলছে না । তাই সেখানে প্রাণ হাতে করে বসবাস করতে বাধ্য হচ্ছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা । যে কোনও দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা ।
চাঁচল ব্লক হাসপাতালকে কয়েক বছর আগে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করেছিল রাজ্য সরকার । তারপর হাসপাতালের ভবনগুলি ও সীমানা প্রাচীরের আমূল সংস্কার করা হয় । কেবল বাদ রাখা হয় জরুরি বিভাগের পাশে হাসপাতালের কর্মীদের বসবাসের জন্য চারতলা বিশিষ্ট আবাসনটি ।জানা গেছে, দীর্গদিন সংস্কার না হওয়ায় আবাসনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে । আবাসনের আশপাশে আগাছায় ভর্তি হয়ে গেছে । ওই অবস্থাতেই আবাসনে থাকছিলেন কয়েকজন স্বাস্থ্যকর্মী । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সাফ জানিয়ে দিয়েছেন,থাকতে হলে নিজের ঝুঁকিতেই থাকতে হবে । তাই তাঁরা ভয়ে অন্যত্র ঘর ভাড়া করে আছেন । কিন্তু কয়েকজন স্বাস্থ্যকর্মী বিকল্প ব্যবস্থা করতে না পারায় প্রাণের ঝুঁকি নিয়েই ওই আবাসনে থাকতে বাধ্য হচ্ছেন ।
তাঁদের মধ্যে অন্যতম চাঁচল হাসপাতালের নার্স মৈত্রী মাঝি । তিনি বলেন, ‘আমরা বাড়ি ভিন জেলায় । যাতায়ত করা সম্ভব নয় । বাইরে যে ঘর ভাড়া নেব তারও উপায় নেই । কারন বাড়ির মালিকরা করোনা আবহের কারনে স্বাস্থ্যকর্মীদের বাড়ি ভাড়া দিতে রাজি হচ্ছেন না । তাই নিরুপায় হয়ে আমাকে আবাসনেই থাকতে হচ্ছে ।’ তাঁর কথায়, ‘আবাসনটির অবস্থা খুবই খারাপ । প্রায়ই ছাদ থেকে চাওড় খসে পড়ে । রাতে ভয়ে ঠিকমত ঘুম হয় না ।’
স্থানীয় বাসিন্দা,রামকৃষ্ণ গোস্বামী বলেন, ‘হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের আবাসনটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে । দেখভাল না করার কারনে ভবনের চারিদিকে আগাছার ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে । গোটা আবাসনটিততে নোনা ধরে গেছে । ওখানে বসবাস করা খুবই বিপজ্জনক । যে কোনো সময় বড়সড় দুঘাটনা ঘটে যেতে পারে ।’ হাসপাতালের অনান্য ভবনের যখন সংস্কার হল তাহলে কর্মীদের আবাসনটি কেন বাদ রাখা হল, এনিয়ে প্রশ্ন তুলেছেন রামকৃষ্ণবাবু ।
এই বিষয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ লায়েক আলী জারদারী জানিয়েছেন, হাসপাতালের ইমার্জেন্সী বিভাগের সামনে নার্সদের আবাসনটির সংস্কারের জন্য পূর্ত দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করে গেছেন । দ্রুত সংস্কারের কাজ শুরু হবে ।।