শ্যামসুন্দর ঘোষ,পূর্ব বর্ধমান,০৬ মার্চ : পূর্ব বর্ধমান জেলায় ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক ৩ দূর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ১৯ জন । প্রতি দুর্ঘটনার পিছনে রয়েছে বেপরোয়া গতি । জেলার পূর্বস্থলীর বিশ্বরম্ভার কাছে মঙ্গলবার বিকেলে একটি বেপরোয়া গতির স্করপিও গাড়ির চাকা ফেটে নয়ানজুলিতে উলটে পড়লে ২ জনের মৃত্যু হয় এবং আহত হয় ৮ জন ।পুলিশ জানিয়েছে, মৃতদের নাম কৃষ্ণা দে এবং অনন্যা মজুমদার । আহত কল্লোল দে, অনির্বাণ বসু, অনিন্দিতা বসু, বিশ্বজিৎ বসু, রিয়া সেন, মৈত্রী বসু, রিদ্ধিশ দে এবং কৌশানি দে’কে হাসপাতালে চিকিৎসা করানো হয় । হতাহত সকলেই নদীয়া জেলার নবদ্বীপের বাসিন্দা । জানা গেছে,মঙ্গলবার একই পরিবারের ১০ জন চারচাকা গাড়িতে চড়ে দাঁইহাটের একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন । বিকেলের দিতে বাড়ি ফেরার সময় পূর্বস্থলীর বিশ্বরম্ভার কাছে এলে গাড়ির সামনে একটি কুকুর চলে আসে । কুকুরটিকে বাঁচাতে চালক সজোরে ব্রেক কষলে গাড়ির সামনের একটা চাকা ফেটে যায় । এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
অন্যদিকে আজ বুধবার সকাল দশটা নাগাদ বর্ধমান-সিউড়ি ২বি জাতীয় সড়কে আউশগ্রামের হামিরপুরের কাছে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একটি টোটো,একটি বাইক ও রাস্তার পাশে কালভার্টে বসে থাকা লোকজনকে ধাক্কা দিলে ৯ জন জখম হয় । আহতদের গুসকরা হাসপাতালে নিয়ে আসা হয় । তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । জানা গেছে,চারচাকা গাড়িটি কলকাতা থেকে সিউড়ির উদ্দেশ্যে যাচ্ছিল । গাড়িতে ছিলেন চালক সহ চারজন । গুসকরার থেকে বোলপুর মুখে যাওয়ার সময় আউশগ্রামের হামিরপুরের কাছে এলে গুসকরা মুখে যাওয়া একটি টোটোয় ধাক্কা দেয় গাড়িটি । টোটোর পিছনেই বাইক চড়ে আসা আসরাফ হোসেন নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয় । এরপর গাড়িটি রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে কালভার্টের উপর বসে চা পান করা কয়েকজনকে ধাক্কা দিয়ে নয়ানজুলিতে উলটে পড়ে ।
প্রায় একই সময়ে তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে আউশগ্রামের ওয়ারিশপুর গ্রামের কাছে । জানা গেছে,একটি মোটরভ্যানে আলুর বস্তা বোঝাই করে আউশগ্রামে একটি হিমঘরে আসছিল । কিন্তু ওয়ারিশপুর গ্রামের কাছে একটি যাত্রীবাহী বাস মোটরভ্যানে ধাক্কা দেয় । মোটরভ্যানের দু’জন আহত হয় । আহতদের বননবগ্রাম হাসপাতালে আনা হয় । তার মধ্যে চণ্ডীচরণ মেটের নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা আউশগ্রামের উল্লাসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।।