শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৫ মার্চ : মুসলিম পরিবারের কেউ ‘লোভে পড়ে’ বিজেপির পতাকা ধরলে তাকে ‘তাবিজ কবজ’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী । সিদ্দিকুল্লা বলেন, ‘বিজেপি পতাকা লাগাবে । মুসলমানদের বাড়িতে গিয়ে বলবে এক লাখ টাকা আর একটা মোটরসাইকেল দেব, একটা পতাকা আমি টাঙাবো । এইরকম বেইমান থেকে সাবধান থাকবেন । আমাদের টাওয়ার কিন্তু হাইফাই । মেয়েদের থেকে ছেলেরা বেশি সজাগ । এরকম টাকা আর মোটরসাইকেল নিয়ে কেউ পতাকা ধরলে আমায় তার নামধাম দেবেন । আমি তার বিচারটা ভালো করে তাবিজ আর কবজ দিয়ে করব ।’
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে চরম বেকায়দায় ফেলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এ নিয়ে তৃণমূলের প্রথম সারির নেতারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন । এবারে তিনি চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় বেজায় চটেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতারা । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম না করে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘উনি যে বিচার ব্যবস্থাকে ফাঁকি দিয়েছেন তাতে কোন সন্দেহ নাই….ভালো করে হাততালিটা দেন । আমাদের বিরুদ্ধে তিনি যা চড়াচড়া কথা বলেছেন, তাতে এটা স্পষ্ট যে উনি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছিলেন । বিচার ব্যবস্থা বলে আর কিছু থাকবে না । একজন বিচারপতি ইস্তফা দিয়ে পার্লামেন্টের ভোটে দাঁড়াচ্ছেন । এর থেকে বিজেপির করুণ দশা আর কি হতে পারে । ওদের ক্যাডার নেই, লিডারও নেই, আওয়াজও নেই এবং ওরা যতই অঙ্ক কষুক এরাজ্যে বিজেপি একটাও সিট পাবে না বলে আমার ধারণা৷’
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্য শুনুন 👇
আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুম গ্রামে দলীয় জনসভায় যোগ দিয়েছিলেন সিদ্দিকুল্লা । জনসভাটি ছিল মূলত আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার প্রস্তুতি । এদিন সিদ্দিকুল্লা চৌধুরীর নিশানায় ছিল মূলত বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিজেপি ৷ প্রসঙ্গত, বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিজেপি টিকিট দেবে বলে জোর জল্পনা চলছে ৷ ওই আসনটি বর্তমানে তৃণমূলের দখল আছে । জনপ্রিয়তা নিরিখে বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেকাংশে এগিয়ে আছেন । ফলে তমলুক থেকে তিনি যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তৃণমূল প্রার্থীকে যথেষ্ট বেগ দেবেন বলে মনে করা হচ্ছে ।।