সেখ মিলন,ভাতাড়(পূর্ব বর্ধমান),০৫ মার্চ : জয় জোহার মেলায় আদিবাসীদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী। আদিবাসীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে একসঙ্গে মধ্যাহ্নভোজন সেরে সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক । পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাহাতা গ্রাম পঞ্চায়েতের জামবুনি এলাকায় গত রবিবার থেকে ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরু হয়েছে জয় জোহার আদিবাসী মেলা । এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক বিধানচন্দ্র রায়। তিনদিনের এই মেলার আজ মঙ্গলবার শেষ দিন ছিল জমজমাট। ভাতারের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক আদিবাসীর দল নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তিন দিনের নানা বিভাগের প্রতিযোগিতার সফলকারীদের পুরষ্কৃত করা হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হয় উপভোক্তাদের। জয় জোহার মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে পড়ুয়াদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়। উপভোক্তাদের হাতে সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা তুলে দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, বিডিও দেবজিৎ দত্ত, ভাতার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বাসুদেব যশ, মাহাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন মাড্ডি, উপপ্রধান অমিত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। দুপুরে আদিবাসী মানুষজনদের সাথে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ভাতার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বাসুদেব যশ। পাশাপাশি এলাকার মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় ।।