এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ জুন : বাইক চুরি চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল মালদহ জেলার চাঁচল থানার পুলিশ । উদ্ধার হয়েছে ২ টি চোরাই বাইক । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম সাবেদুল আলি (২৮) । তার বাড়ি রহমতপুর এলাকায় । শুক্রবার সকালে চাঁচল থানার কিছুটা পাশে একটি বেসরকারি কলেজের সামনে থেকে বাইকসহ তাকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ এদিনই ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ৫ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
উল্লেখ্য,বিগত বছরে চাঁচল এলাকায় একের পর এক বাইক চুরির ঘটনা ঘটে । বাইক মালিকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সাফল্যও পায় পুলিশ । গত বছর চাঁচল থানার পুলিশ প্রায় ১৬ টি চোরাই বাইক উদ্ধার করেছিল । কিন্তু তারপরেও চক্রের পান্ডাদের হদিশ পেতে পুলিশ গোপনে তদন্ত চালিয়ে যেতে থাকে । অবশেষে আসে সাফল্য ।
পুলিশ সুত্রে খবর, এদিন সকালে চাঁচল থানার পাশে একটি বেসরকারি কলেজের সামনে দুটি বাইক নিয়ে দাঁড়িয়েছিল সাবেদুল আলি । বাইকদুটির নম্বর প্লেট দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তার কাছে কাগজপত্র দেখতে চায় । কিন্তু ওই যুবক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এরপর পুলিশ তাকে গ্রেফতার করে । আটক করা হয় দুটি বাইক । এলাকায় বাইক চুরির একটি বড়সড় চক্র রয়েছে বলে অনুমান পুলিশের । পুলিশ জানিয়েছে, এই চক্রের বাকিদের সন্ধান পেতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।।