এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ মার্চ : বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের এক বৃদ্ধা পূজারিণীর হাত-পা ও মুখ বেঁধে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুষ্কৃতীরা । মৃতার নাম হাসিলতা বিশ্বাস (৭০) । তিনি সদর উপজেলার নিজড়া গ্রামের দোয়ানী পাড়ার মৃত বিপিন বিশ্বাসের স্ত্রী । তাকে হত্যার পর দুষ্কৃতীদল মন্দিরে লুটপাট চালায় । রবিবার সকালে পুলিশ মন্দিরের ভিতর থেকে হাত-পা বাধা ও মুখে কাপড় ঢোকানো অবস্থায় হাসিলতার নিথর দেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বিগত আড়াই বছর ধরে বিশ্ববন্ধু সেবাশ্রমের পূজারিণীর দায়িত্ব পালন করে আসছিলেন হাসিলতাদেবী । তিনি সেবাশ্রমের মন্দিরের একটি ঘরে একাই থাকতেন। শনিবার রাতে মন্দিরের একাধিক গেটের তালা ভেঙে তার ঘরে ঢোকে দুষ্কৃতীদল ।
স্থানীয় বাসিন্দাদের অনুমান,দুষ্কৃতিদের দেখে হাসিলতাদেবী ছুটে পালানোর চেষ্টা করেন । কিন্তু দুষ্কৃতীরা তাকে ধরে মন্দিরের পূর্বপাশের বারান্দায় নিয়ে এসে হাত-পা বেঁধে ফেলে । মুখে গুঁজে দেওয়া হয় এক টুকরো কাপড় । তারপর দুষ্কৃতীদের দল তার ওপর প্রাথমিক অত্যাচার চালায় । শেষে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই বৃদ্ধাকে হত্যা করা হয় । পরের দিন সকালে তারা এসে দেখেন হাত-পা বাঁধা, মুখে কাপড়ের টুকরো গোঁজা এবং গলায় গামছা জড়ানো হাসিলতাদেবীর নগ্ন নিথর দেহ পড়ে রয়েছে মন্দিরের বারান্দায় । তাঁর যাবতীয় স্বর্ণালংকার, প্রনামী বাক্সের টাকা এবং মন্দিরের মূল্যবান জিনিসপত্র লুটপাট চালায় তারা ।
রবিবার সকালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সিআইডির ক্রাইম সিনের একটি দল সেবাশ্রমে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে । যদিও আজ সোমবার দুপুর পর্যন্ত দুষ্কৃতীদের কোন হদিস করতে পারিনি বাংলাদেশের পুলিশ ।।