এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ মার্চ : বেশ কয়েকদিন ধরে বেসুরে দেখা যাচ্ছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে । এরই মাঝে বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের দলত্যাগের জল্পনা চলছে । ফলে চরম বিপাকে পড়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । কুণাল ঘোষ দলের একাংশের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে তদন্ত করার দাবিও তুলেছেন তিনি । অন্যদিকে তাপস রায় নাকি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি আর নাকি তৃণমূলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না । এমনকি তার বিজেপিতে যোগদানেরও জল্পনা শুরু হয়েছে । এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেয়ার কথা ঘোষণা করেছেন । তিনি ও বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে । এমনিতেই সন্দেশখালি ইস্যুতে রাজ্যের শাসকদলকে যথেষ্ট দুর্নামের মুখোমুখি পড়তে হচ্ছে । তারই মাঝে গেরুয়া শিবিরে যোগদানের হিড়িকে যথেষ্ট বিপাকে পড়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ।
বরানগরের বিধায়ক তাপস রায়ের মন গলাতে আজ সাত সকালেই তার বাড়িতে ছুটে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দলে ব্রাত্য কুণাল ঘোষ । দীর্ঘক্ষণ দলীয় বিধায়ককে তারা বোঝানোর চেষ্টা করেন । কিন্তু তাদের কোন কথাতেই কাজ হয়নি বলে সূত্রের খবর । তাপস রায় জলের বিরুদ্ধে একরাশ অভিমান উগড়ে দেন । বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি তীব্র অসন্তুষ্ট প্রকাশ করেন বলে জানা গেছে । গত জানুয়ারী মাসে বাড়িতে ইডির অভিযানের নেপথ্যে সুদীপ ব্যানার্জি ছিল বলে অভিযোগ করেছেন তাপসবাবু । দলীয় দুই নেতার সঙ্গে কথা বলার পর তিনি বেলা বারোটা নাগাদ সোজা বিধানসভার উদ্দেশ্যে রওনা হন । শোনা যাচ্ছে যে তিনি পদত্যাগ পত্র জমা দিতে চলেছেন স্পিকারের কাছে ।।