এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ মার্চ : আজ সোমবার পূর্ব মেদিনীপুরে তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তমলুকের নিমতৌড়িতে ১১৬ বি জাতীয় সড়কের পাশেই নবনির্মিত প্রশাসনিক ভবনের পাঁচিল ঘেরা মাঠেই আয়োজন করা হয়েছে এই সভার। এদিকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয় থেকে জারি করে একটি নির্দেশের কপি পোস্ট করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । জেলা শাসকের নির্দেশনামাটি মূলত জেলার বিভিন্ন ব্লকের বিডিওদেরকে উদ্দেশ্য করে । কোন ব্লকে কতগুলি বাস ভাড়া করতে হবে এবং সরকারি প্রকল্পের নাম লেখা প্লাকার্ড কতগুলি ছাপাতে হবে মূলত তাই নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি কোন ব্লক থেকে কত লোক আনতে হবে এটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জিকে নিশানা করে লিখেছেন, ‘রাজনৈতিক দেউলিয়াপনে সকলের সেরা ! মমতা ব্যানার্জি আজ পূর্ব মেদিনীপুরে তার তথাকথিত প্রশাসনিক কর্মসূচির জন্য জায়গাটি এভাবেই পূরণ করছেন : ৪২৬ টি বাসে ২১,০০০ জন অংশগ্রহণকারী (বেশিরভাগই স্কুলের শিশু)। তিনি একটি হেলিকপ্টারে কলকাতা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌরিতে উড়ে যাবেন, যখন স্কুলের বাচ্চারা কমপক্ষে ৩-৪ ঘন্টা আগে তাদের বাড়ি থেকে যাত্রা শুরু করবে এবং পৌঁছানোর পর তার জন্য আরও কয়েক ঘন্টা অপেক্ষা করা হবে। কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হতাশাগ্রস্ত রাজনৈতিক রটনা শুনে তাদের বাড়ি ফিরতে দীর্ঘ পথ যাত্রা করতে হবে।’
তিনি আরও লিখেছেন,পশ্চিমবঙ্গের সরকারী খরচে কোটি কোটি টাকার এই সমস্ত অপব্যবহারের উদ্দেশ্য হল যাতে ‘হীরক রানী’ গভর্নমেন্ট স্কিমের প্ল্যাকার্ড হাতে পড়ুয়াদের ভরা মাঠ দেখতে পায়, যা বিভিন্ন ব্লকের বিডিওদের দ্বারা সরবরাহ করা হবে ! শুধুমাত্র ২,৭৮৪ জন পুলিশ কর্মী (সিভিক ভলান্টিয়ার এবং গ্রাম পুলিশ সহ) ইভেন্টের জন্য মোতায়েন করা হবে। তবে, পঞ্চায়েত নির্বাচনের আগে ভাইপোর ক্যারাভান যাত্রায় নিরাপত্তার তুলনায় সংখ্যাটা কম। এর কারণ হতে পারে যে ভাইপো জনসাধারণের মধ্যে পিসির চেয়ে বেশি হুমকি বোধ করেন বা প্রশাসন তাকে মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি সম্মানের সাথে আচরণ করে ।’
এদিকে মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মানিকজোড় গ্রামের ধানজমি থেকে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ভূপতিনগর থানার পুলিশ জানিয়েছে,আনুমানিক ১৭ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছে । যে কারণে মমতা ব্যানার্জির প্রশাসনিক সভা ঘিরে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে ।
ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে তমলুকের ওই প্রশাসনিক ভবন চত্বর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তমলুকের এই প্রশাসনিক সভায় যোগ দেবেন দুপুর ১২টা নাগাদ। সর্বত্রই প্রায় বিপুল উন্মাদনা। তবে মুখ্যমন্ত্রীর সভার আগে বোমা তৈরির মশলা এবং অবৈধ বাজি উদ্ধারের ঘটনার নেপথ্যে নাশকতার ছক নেই তো, উঠছে প্রশ্ন। তমলুকের যে প্রশাসনিক ভবন চত্বরে মুখ্যমন্ত্রীর সভার আয়োজন করা হয়েছে ওই স্থানটিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে । আজ দুপুর বারোটা নাগাদ সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।।