প্রতিবাদ করতে ভয়
কি জানি কখন কি অঘটন হয়
ক্ষমতার জোরে মানুষের মেরুদন্ড
ক্ষমতালোভীরা নিয়েছে কিনে…!
অন্যায় অরাজকতায় দেশ গেছে ছেয়ে
চুপ করে মুখ বুজে মাথা নিচু করে থাকো
না হলে ঘরে ঘরে বিপদ আসবে ঘনিয়ে
তবু অন্যায়ের পাল্লা যখন ভীষন ভারী
হাতে তুলে নিতে হবে ন্যায় দন্ড
পথে নেমেছে আমজনতা
ভয়ের পর্দা তুলে…!
একদিন তো মরতেই হবে
ভয় কেন তবে? মারো নয় তো মরো
হুঙ্কার ছাড়াও দিকে দিকে
ভয়ের অবগুণ্ঠন ছুঁড়ে ফেলে
সাহসের বর্ম চাপাও গায়ে…!
প্রতিবাদের কন্ঠ চিপে ধরতে
আসবে ছুটে শয়ে শয়ে শয়তান/ শয়তানী
একটা একটা করে করবে খুন প্রকাশ্য দিবালোকে
নয় তো রাতের অন্ধকারে
তুলে নিয়ে যাবে বাড়ি থেকে
মা বোন বৌ একরত্তি শিশুও পাবে না ছাড়
জানি….!
নারী মাংসের গন্ধ ওদের পাগল করে
সে হোক না কেন আট থেকে আশি
যৌন ক্ষুধায় ওরা মত্ত
ভুলে যায় শয়তান নরপিশাচ গুলো
জন্ম ওদের নারী গর্ভে…!
রাত বিরাতে ফোন করে
খেতে ইচ্ছে করে মদ মাংস পুলিপিঠে
ঘরে বুঝি ওদের জোটে না খাবার?
মা বৌ মেয়ে নেই ঘরে?
ওরে নরপিশাচ পাপের ঘড়া একদিন হবে পূর্ণ
সেদিন তোদের কে বাঁচাবে???
অতি সাধারণ ঘরের নারী
ধরছে রূপ দূর্গা কালি সব ভয় ভুলে
সময় থাকতে সাবধান হ’ পাষান্ড পিশাচের দল
ছিন্নমস্তা চন্ডী কালি হয়ে সাদামাটা নারী
তোদের মুন্ড কেটে রাস্তায় দেবে গড়াগড়ি
তোদের রক্তে কলঙ্ক ধোবে শত শত দৌপদ্রী
খোলা চুলে মাখবে রক্ত প্রতিশোধের আগুন জ্বালি…!
সময় আসছে ঘনিয়ে
দূর হট যত নরকের কীট
তোদের কে বাঁচিয়ে আগলে রাখছে যে বা যারা
তাদের ও ভাঙবে পাপের ঘড়া
টেনে নামাবে চুলের মুঠি ধরে রাস্তায়
আমজনতা রক্ত ধুলোমাখা পথে শোধ নেবে একদিন মেরুদন্ড সোজা রেখে…!
হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার
চোর ডাকাত জোচ্চর ধর্ষক নরখাদকের দল
তাকিয়ে দেখ কান পেতে শোন
বাজছে প্রতিবাদের দামামা
আম জনতার জয় হবেই হবে একদিন
বাজিয়ে বিজয় শঙ্খ ….।।