এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৪ মার্চ : এক সপ্তাহে অন্তত পাঁচ হাজার আফগান শরণার্থীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে পাকিস্তান । পাকিস্তানি মিডিয়ার তথ্য অনুযায়ী,পাকিস্তান থেকে শরণার্থীদের জোরপূর্বক বিতাড়নের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ৫০,৩০০০-এর বেশি আফগান শরণার্থীকে পাকিস্তান থেকে বিতাড়িত করা হয়েছে । পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের জোরপূর্বক নির্বাসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলির অনুরোধ সত্ত্বেও, দেশটির সরকার কয়েক মাস ধরে পাকিস্তান থেকে শরণার্থীদের বহিষ্কার অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, ইসলামাবাদ নথিপত্র ছাড়া আশ্রয়প্রার্থীদের স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য গত নভেম্বরের প্রথম তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এই সময়সীমা শেষ হওয়ার পরে, পাকিস্তানি পুলিশ অনথিভুক্ত আশ্রয়প্রার্থীদের, প্রধানত আফগান আশ্রয়প্রার্থীদের গ্রেপ্তার এবং নির্বাসন শুরু করে।
তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর, এই গোষ্ঠীর হুমকি, দারিদ্র্য এবং বেকারত্ব বৃদ্ধির কারণে দেশটির প্রায় এক মিলিয়ন নাগরিক পাকিস্তানে আশ্রয় নেয় । তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে উদ্বাস্তুদের বিতাড়নের প্রক্রিয়া শুরুর আগে প্রায় ১৭ লাখ আফগান শরণার্থী নথিপত্র ছাড়াই এ দেশে বসবাস করছিল ।।