এইদিন ওয়েবডেস্ক,সাইপ্রাস,০৪ মার্চ : খ্রিস্টান অধ্যুষিত সাইপ্রাসে অকারণে দাঙ্গা করল সিরিয়ান অভিবাসীরা । ঘটনাটি ঘটেছে সাইপ্রাসের পাফোসের ক্লোরাকা এলাকায় । এলাকাটি মূলত মুসলিম অভিবাসীদের দখলে রয়েছে । পাফোসের পুলিশ রবিবার ভোরে সাত জন দাঙ্গাকারীকে গ্রেফতার করেছে ।
জানা গেছে,শনিবার রাত ৯ টার দিকে পাফোসের শপিং সেন্টারের বাইরে বহু সিরিয়ান অভিবাসীরা জড়ো হয়ে ব্যাপক তান্ডব চালায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাফোসের পুলিশবাহিনী । পুলিশকে আসতে দেখেই চম্পট দেয় দাঙ্গাকারীরা । পুলিশ সদর দফতরের যোগাযোগ শাখার কার্যালয় অনুসারে, রবিবার ভোর ২ টার দিকে পাফোস এলাকায় সাতজনকে বহনকারী একটি গাড়িকে পুলিশ সদস্যরা থামায় । গাড়ি তল্লাশির সময় প্রচুর লাঠিসোঁটা এবং ইঁটপাটকেলসহ বিভিন্ন আপত্তিকর উপকরণ পাওয়া যায় । পুলিশ ৭ দাঙ্গাকারীকে নিজেদের হেফাজতে নিয়ে দাঙ্গার কারন জানার চেষ্টা করছে ।
এদিকে সাইপ্রাসের আর্চবিশপ জর্জিওস রবিবার বলেছেন যে তুরস্ক “সাইপ্রাসের সম্পূর্ণ দখলের” পরিকল্পনা করছে। ১৯৫৭ সালের ৩ মার্চ নিহত ইওকা যোদ্ধা গ্রিগোরিস আফক্সেন্টিউর জন্য একটি স্মৃতিসৌধে বক্তৃতাকালে তিনি বলেন, ‘তুর্কিদের পরিকল্পনা খুবই স্পষ্ট । তারা যা করছে তা সম্প্রীতির জন্য নয়,বরঞ্চ সাইপ্রাসের সম্পূর্ণ দখলের জন্য তারা পরিকল্পনা করেছে ।’ তিনি গ্রীক সরকার এবং “সাধারণভাবে হেলেনিজমের” কাছে তুরস্কের এই ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন । তিনি বলেন,’যদি হেলেনবাদের এই শেষ ঘাঁটিটি যদি মুসলমানদের দখলে চলে যায়, তাহলে পুরো গ্রিসের ধ্বংস শুরু হবে ।’ তিনি আরও বলেন, ‘হেলেনিজমের বিরুদ্ধে যে কোনো মূল্যে একসঙ্গে লড়াই করতে হবে। একসাথে, আমাদের তুরস্কের সম্প্রসারণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।’
উল্লেখ্য,খ্রিস্টান অধ্যুষিত মধ্যপ্রাচ্যের দেশ সাইপ্রাসের অবস্থা অনেকটাই ইহুদি দেশ ইসরায়েলের মত । চারদিকে ঘিরে রেখেছে ইসলামি রাষ্ট্রগুলি । সাইপ্রাসের জনবিন্যাসের পরিবর্তন ঘটাতে দীর্ঘ দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামি রাষ্ট্র তুরস্ক । সিরিয়ায় ইসলামি স্টেটের আবির্ভাবের পর বহু সিরিয়ান মুসলিম সাইপ্রাসে ঢুকে পড়ে । কিন্তু উদার অভিবাসন নীতির কারনে ইতিমধ্যেই সাইপ্রাসের জনবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে । এই দেশে বর্তমানে খ্রিস্টান প্রায় ৭০ শতাংশ এবং মুসলিম জনগোষ্ঠী প্রায় ৩০ শতাংশের কাছাকাছি চলে এসেছে ।।