এইদিন ওয়েবডেস্ক,দুমকা,০৩ মার্চ : ঝাড়খণ্ডের দুমকায় স্প্যানিশ পর্যটক মহিলাকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে৷ ধৃতদের নাম রাজন মারান্ডি, প্রদীপ কিস্কু এবং সুখলাল হেমব্রম বলে জানা গেছে । প্রায় পাঁচ বছর আগে, ওই স্প্যানিশ দম্পতি দুটি মোটরসাইকেলে চড়ে বিশ্ব ভ্রমণের একটি উচ্চাভিলাষী পরিকল্পনা শুরু করেছিলেন । ৬৩ টি দেশ এবং ১,৭০,০০০ কিমি পাড়ি দেওয়ার পরে, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের দুমকার শান্ত কোণে ২৮ বছরের স্প্যানিশ পর্যটক মহিলা ও তার ৬৪ বছর বয়সী স্বামীর যাত্রা পৌঁছায় । সেখান থেকে তাদের নেপালে যাওয়ার কথা ছিল । কিন্তু শুক্রবার রাতে ঝাড়খণ্ডের হাঁসডিহা থানা এলাকার কুরুমাহাটে তাঁবুতে রাত কাটানোর সময় ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয় ওই স্প্যানিশ দম্পতিকে । মহিলা তার স্বামীর সাথে তাঁবুতে রাত কাটানোর সময় গণধর্ষণের শিকার হন ।
নির্যাতিতা মহিলা তার মুখে ভয়ঙ্কর আঘাতের ছবি সহ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও শেয়ার করেছিলেন । ভিডিওতে তিনি বলেছেন, ‘আমাদের সাথে এমন কিছু ঘটেছে যা কারও সাথে ঘটুক এটা আমরা চাই না। সাতজন পুরুষ আমাকে ধর্ষণ করেছে । আমি ভেবেছিলাম আমরা মারা যাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ আমরা বেঁচে আছি ।’
কিন্তু পরে ভিডিওটি মহিলা ডিলিট করে দেন । কারন হিসাবে তিনি জানান,দাবি করেছেন যে ঝাড়খণ্ড পুলিশ তাদের তদন্তে “বিরক্ত” না করতে বলেছে। মহিলা তার ইনস্টাগ্রাম গল্পে বলেন, ‘পুলিশ আমাকে পোস্টটি ডিলিট করতে বলেছে যাতে তদন্তে ব্যাঘাত না ঘটে। আমি এটি পরে পোস্ট করব ।’।