এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ মার্চ : জাতিগত সংশাপত্রর জন্য আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশেষ শিবির করা হবে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলাশাসক বিধানচন্দ্র রায় । ভাতারের মাহাতা পঞ্চায়েতের জামবুনি গ্রামে আদিবাসীদের ‘জয় জোহার’ মেলা চলছে । আজ রবিবার মেলার অনুষ্ঠানে যোগ দিয়ে জেলাশাসক বলেন,’জাতিগত শংসাপত্রের জন্য আদিবাসী সম্প্রদায় মানুষদের যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কারণে মূলত আদিবাসী অধ্যুষিতএলাকাগুলোতে জাতিগত সংসপত্র বিতরণের বিশেষ শিবির করো করা হবে ।’ তবে শুধু ভাত আর নয়, সমগ্র জেলা জুড়েই এই বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।
প্রসঙ্গত, ভাতার ব্লক প্রশাসন ও মাথা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে জামবুনি গ্রামে জয় জোহার মেলার আয়োজন করা হয়েছে । তিন দিন ধরে এই মেলা চলবে । বিভিন্ন ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেলার দিনগুলি ।
দিন কয়েক আগে বর্ধমানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়ে ছিলেন জেলাশাসক । এদিনও ফের মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করেন তিনি । মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার প্রকল্পের দৃষ্টান্ত টেনে বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নবান্ন এখন প্রতিটি গ্রামের মহল্লায় মহল্লায় পৌঁছে যাচ্ছে ।’ জেলা শাসকের দাবি যে দুয়ারে সরকার প্রকল্পের মতো এমন অভিনব প্রয়াস এযাবৎ বিশ্বে কোথাও হয়নি ।
এদিন জামবুনি গ্রামে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন জেলাপরিষদের মেন্টর দেবু টুডু, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, জেলাপরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য শান্তনু কোঁয়ারসহ মাহাতা পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা ।।