মাঘের পড়ন্ত শীত কাটিয়ে সবে এসেছে ফাগুন মাস ।
শীতের আমেজ যেতে না যেতেই গরমের আচমকা আগমন।
চারিদিকে তবু কোকিলের মিষ্টি সুরেলা কুহু ডাক শোনা যায় ।
নিম বট অশ্বত্থ কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে, ঝরে গেছে সব পাতা
শীতের শুষ্কতায় । গজিয়ে উঠছে কচি কচি নতুন পাতারা,
ঠিক যেন আগে যেমনটি ছিল সবুজ হয়ে তেমনটি সেজে ওঠার অপেক্ষায় গাছেরা ।
পথের দু’ধারে সারি সারি দাঁড়িয়ে পলাশ কৃষ্ণচূড়া শিমুল ;
আষ্টেপৃষ্ঠে সবুজকে ঢেকেছে রঙ বেরঙের কতো বাহারী ফুল ।
প্রাণ জুড়োনো হাল্কা হিমেল বাতাস হৃদয়ে যেন দোলা লাগায় আর কেশরাশিকে আলতো করে সরিয়ে দিয়ে কানে কানে বলে যায়..
দ্যাখ্ হে দু’চোখ মেলে,বসন্ত যে দাঁড়িয়ে তোর দ্বারে !