এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,০৩ মার্চ : সিরিয়ার
আলেপ্পো শহরে সরকারের বিরোধী অবস্থানে রাশিয়ার যুদ্ধ বিমানের বিমান হামলায় ২৫ সিরীয় সরকার বিরোধী নিহত হয়েছে । দামেস্কের রাশিয়ান শান্তি কেন্দ্র শনিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে যে আলেপ্পো শহরে অবস্থিত “কাবাসি” গ্রামে বিরোধী অবস্থানের উপর এই হামলা চালানো হয়েছে। সিরিয়ার “হামিমিম” ঘাঁটিতে এই কেন্দ্রের ডেপুটি ফাদিম কোলিত নিশ্চিত করেছেন যে এই হামলার ফলে সিরিয়ার সেনাবাহিনীর সশস্ত্র বিরোধী দলের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে।
কোলিত স্পষ্ট করেছেন,’আজকের আলেপ্পোতে সন্ত্রাসী গোষ্ঠীর প্রশিক্ষণ ঘাঁটিতে বোমা হামলায়, সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযানে জড়িত সন্ত্রাসীদের কয়েকজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে।’
তথ্য অনুযায়ী, এসব হামলায় ‘তাহরির শাম’ ও ‘তুর্কিস্তান’ দলের সঙ্গে সংশ্লিষ্ট অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার এই কর্মকর্তা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করতে বলেছেন। উল্লেখ্য, বাশার আল-আসাদ ক্ষমতায় আসার পর ইরানের পাশাপাশি রাশিয়া বরাবরই সিরিয়ার সরকারের বিরোধীদের দমন করেছে । রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে সিরিয়ায় ।।