এইদিন ওয়েবডেস্ক,কৃষ্ণনগর,০২ মার্চ : ‘এবারে ৪২ এ ৪২ টা আসনেই পদ্ম ফোটাতে টবে । এইবার এনডিএ সরকার ৪০০ পার ।’ আজ কৃষ্ণনগরের সভায় দলের টার্গেট ঠিক করে দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী । সেই সাথে যিনি শুনিয়ে দেন যে আগামী পাঁচ বছরে বিজেপি বিনিয়োগ এবং কর্মসংস্থানের অসংখ্য সুযোগ তৈরি করবে । শুক্রবারের মতোই আজ শনিবারেও মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে কার যাতে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘স্কিমকে স্ক্যামে পরিণত করায় মাস্টারি করেছে তৃণমূল । তৃণমূল কীভাবে পশ্চিমবঙ্গকে বদনাম করে রেখেছে তা সমগ্র দেশবাসীও জানুক। এরা কেন্দ্রের প্রকল্পে নিজেদের স্টিকার লাগিয়ে চালায় । গরিব মানুষের রেশন চুরি করতে এদের বাধে না ।’
দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলকে একহাত নেন প্রধানমন্ত্রী । তিনি বলেন,’আপনারা ভাবতে পারবেন না যে, যারা জন্মায়নি তাদের কার্ড বানিয়ে দিয়েছে এই সরকার । এ রাজ্যে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। গরিবদের বরাদ্দর সবকিছু লুটে নিচ্ছে তৃণমূলের তোলাবাজরা ।’ সুর চড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা ও পরিবারতন্ত্র ।’।