এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ মার্চ : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটা পোস্ট রাজ্য রাজনৈতিতে তোলপাড় ফেলে দিয়েছে । আজ শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কুণাল ঘোষ নিজের দলের সাংসদ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে তদন্তের জন্য কেন্দ্রীয় সংস্থার কাছে দাবি জানিয়েছেন । তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর ও সিবিআই হেডকোয়ার্টারকে ট্যাগ করেছেন ।
কুনাল ঘোষ লিখেছেন,’সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে তাঁর পক্ষে অর্থপ্রদানের বিষয়ে তদন্ত করতে হবে । তিনি যখন হেফাজতে ছিলেন, তখন তাকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে কিনা বা তার পক্ষ থেকে হাসপাতালে অর্থ দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করা উচিত । যদি এটি সত্য বলে প্রমাণিত হয়, তবে এটি কয়লা কেলেঙ্কারির সাথে সম্পর্কিত হতে পারে এবং আরও তদন্তের জন্য সুদীপ ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত । যদি এজেন্সিগুলি এটি এড়ানোর চেষ্টা করে, তাহলে এই বিষয়ে তদন্তের জন্য আমি আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব ।’
কেন নিজের দলের বিরুদ্ধে খর্গহস্ত হলেন কুণাল ঘোষ । আসলে আগামী ১০ মার্চ ব্রিগেডে জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের । সুদীপ ব্যানার্জির উপর ওই সভার তদারকির ভার পড়েছে । আসন্ন সভা নিয়ে দলীয় নেতাদের সঙ্গে একপ্রস্ত বৈঠকও সেরেছেন সুদীপবাবু । কিন্তু ওই বৈঠকে ডাকা হয়নি কুণাল ঘোষকে । আর যার জেরেই তিনি সুদীপ ব্যানার্জির উপর বেজায় চটেছেন । বৃহস্পতিবার দলের পদ ছেড়ে দিয়ে একের পর এক পোস্টে নাম করে করে বিঁধেছেন দলের একাংশের নেতাদের । সন্দেশখালির ঘটনায় তোলপাড়ের মাঝেই কুণালের এই প্রকার ‘বিদ্রোহী’ মনোভাবে বেকায়দায় পড়েছে রাজ্যের শাসকদল।।