দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ মার্চ : মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মুসলিম মহিলার গর্ভে জন্ম এক শিশুপুত্রের । বছরখানেক আগে ফুটপাত থেকে শিশুর অন্তঃসত্ত্বা মাকে তুলে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে পুলিশ । সেখানেই জন্ম হয় শিশুটির । তারপর থেকেই শিশুটির হাসপাতালে বেড়ে ওঠা । তবে শিশুটিকে তার বাবা-মায়ের অভাব অনুভব করতে দেয়নি হাসপাতালে নার্স ও চিকিৎসকরা । প্রথা মেনে আজ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে ওই শিশুটির অন্নপ্রাশন উদযাপন করা হলো । রীতি মেনে টোপর, মালা, পরিয়ে নার্সদের শঙ্খ ও উলুধ্বনির মাঝে শিশুটির মুখে ভাত তুলে দিলেন হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল । হাসপাতালের আগত সকলকে করানো হলো মিষ্টিমুখ ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির মায়ের নাম রিজুয়ান বিবি । তিনি মানসিক ভারসাম্যহীন । প্রায় বছরখানেক আগে তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় কাটোয়া শহরে ঘুরে বেড়াচ্ছিলেন । পুলিশের নজরে পড়ে গেলে ২০২৩ সালের ২৪ অক্টোবর পুলিশ তাকে রাস্তা থেকে তুলে এনে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে । ওইদিন গভীর রাতেই একটি পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা । সন্তানের জন্মের পর মায়ের সামনে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু মায়ের অস্বাভাবিক আচরণ দেখে শিশুটিকে তার হাতে তুলে দেওয়ার সাহস করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ । তখন থেকেই হাসপাতালে এসএনসিইউ বিভাগে বেড়ে ওঠা শিশুটির । নার্স মৌমিতা বাগ,জুয়েল সাহা, প্রমিতারা মাতৃ স্নেহে শিশুটাকে বড় করে তোলেন । মায়ের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুটির নাম রাখা হয় ‘রায়ান’ ।
আজ ছিল সকলের আদরের রায়ানের অন্নপ্রাশন । সকাল থেকেই হাসপাতালের এসএনসিইউ বিভাগে ছিল সাজো সাজো রব । বিভাগের পাশের একটি ঘরে আয়োজন করা হয়েছিল শিশুটির অন্নপ্রাশন অনুষ্ঠানের । রঙিন বেলুনও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল ঘরটিকে । কিন্তু অন্নপ্রাশন পর্ব মিটে যাওয়ার পরই সকলেরই মন ভারাক্রান্ত । কারণ আইন অনুযায়ী শিশুটিকে তুলে দিতে হবে শিশু কল্যাণ দপ্তরের হাতে । তাই আনন্দের মাঝেও কোথাও যেন বিষাদের ছায়া দেখা গেল হাসপাতালে নার্স, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের চোখে মুখে ।।