এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০১ মার্চ : বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী ২০২৪) রাত ৯টা ৫০ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডের একটি বহু দল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভবনটি পুড়ে যায় । অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যসহ ৪৬ জনের । তার মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩১, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন মারা গেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি মৃতদেহ।
বহু মানুষ গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে । অন্তত ৭৫ জনকে জীবিত উদ্ধার হয় । অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরও ৪২ জনকে । দগ্ধ ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপরদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছেন। পরে আরও দু’জন মারা গেছেন। আর যারা এখন পর্যন্ত বেঁচে আছেন, তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা বেঁচে আছেন তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫৬ মিনিটে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ, আনসার, র্যাব ও এনএসআই। ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান । ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেনসহ অনেক রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও রয়েছে ।
ঢাকা দক্ষিণের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান সেলি আজ শুক্রবার জানান, বেইলি রোডের ওই বহুতল ভবনটিতে কোনো ভ্যান্টিলেশন ব্যবস্থা ছিল না। এছাড়া ভবনে আগুন নেভানোর কোন সরঞ্জাম পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন ।।