এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান)০৩ জুন : অজয় নদে বীরভূম জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বেআইনিভাবে বালি তুলে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এলাকায় এনে মজুত করে রাখার অভিযোগ উঠছে । এই ঘটনায় কাটোয়া মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ জানিয়েছেন এক ইজারাদার সুব্রত দে । কাটোয়া মহকুমার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বীরেন্দ্রনাথ দাস বলেন,” অভিযোগ পেয়েছি। বিএলআরওকূ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জানা গিয়েছে,সুব্রতবাবুর ইজারা নেওয়া বালিঘাট রয়েছে মঙ্গলকোটের নবগ্রাম মৌজায়। তার পাশেই অন্য এক ইজারাদারের টেণ্ডার নেওয়া বালিঘাট রয়েছে। যদিও তার বালিঘাটে বর্তমানে বালি না থাকায় বালি তোলা বন্ধ রাখা হয়েছে।অভিযোগ ওই বালিঘাট থেকে দু’কিমি দূরে বীরভূম জেলার যশরা মৌজার ঘৃদহ এলাকা থেকে বালি তোলা হচ্ছে বেআইনিভাবে।আর নৌকায় মেশিন লাগিয়ে সেই বালি নবগ্রামের দিকে নিয়ে এসে জড়ো করে রাখা হচ্ছে । এতে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে বলে জানান সুব্রতবাবু।।