মাঘ পেরিয়ে ফাগুন এলো ফুলের বাগান দোল দিলো,
প্রভাত পাখি বলল ওগো শীতের চাদর এবার খোলো।
শীত সোহাগের দিন পেরিয়ে জাগিয়ে তোল আপন মন,
বসন্তেরই পরশ মাখা কচি পাতার আন্দোলন।
কুসুম কলির পাপড়ি গুলি হাসছে আলোর সন্ধানে,
মন ভ্রমরা প্রজাপতি ছুটছে মধুর আহরণে।
আমড়া শিমুল আমের বউল মন মাতানো গন্ধ ভার,
কেস দুলিয়ে আকাশ রানী আকুল করে রং বাহার।
বসন্তের, আহবানে ব্যস্ততায় কৃষ্ণচূড়া পলাশ পুর,
ভোরের সানাইয়ে কুহেলিয়া মন মাতালো গানের সুর।
আমার জন্য কুড়িয়ে এনো সিমুল রানীর রং বাহার,
বসন্তের প্রেম যমুনায় মাতলো করে হৃদয় কার?
রাধাচূড়ার কান দোলানি চাঁপার কলির দোলন হার,
মুচকি হাসে বকুল রাণী ঝুমকো গাঁথে পায়েলিয়ার।
ফাগ ফাগুনের রং লেগেছে হৃদয় নাচে খুশিতে,
মন ভ্রমরা ছুটছে সেথায় মৌ বোনের ঐ গলিতে।।