এইদিন ওয়েবডেস্ক,জামতারা,২৮ ফেব্রুয়ারী : ঝাড়খণ্ডের জামতারায় ট্রেন দুর্ঘটনা ১২ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । জামতারা- করমাতান্ডের কালঝরিয়ার কাছে অন্য একটি ট্রেনের ধাক্কায় ওই যাত্রীদের মৃত্যু হয় । আহত হয়েছে বেশ কয়েকজন । জানা গেছে,অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর পেয়ে ট্রেনটি থেমে যায় । যাত্রীরা তড়িঘড়ি করে ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করে । আর তখনই উলটো দিক থেকে ঝাঝা-আসানসোল ট্রেন চলে আসে । সেই ট্রেনের ধাক্কায় অঙ্গ এক্সপ্রেস ট্রেনের ১২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।
এর আগে চলতি বছরের জানুয়ারীর প্রথম দিকে সেরাকেলার গামহারিয়া রেলস্টেশনের কাছে একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। এতে ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যু হয়। হরিদ্বার থেকে ভুবনেশ্বর যাওয়ার সময় উৎকল এক্সপ্রেস যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে ট্রেনটি দেখতে পায়নি দুর্ঘটনার শিকার ব্যক্তিরা। ট্রেনের ধাক্কায় সবাই রেললাইন পার হচ্ছিলেন।
তার আগে গত বছর ১৮ সেপ্টেম্বর, রাঁচি বিভাগের অধীনে গৌতম ধারা স্টেশনের কাছে একটি বড় দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পায় ।
এর আগে ২০২১ সালের মে মাসে, সিমডেগার কানারওয়া স্টেশনে হাতিয়া-রৌরকেলা যাত্রীবাহী ইঞ্জিন লাইনচ্যুত হয়েছিল। দুর্ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি ।।