এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ ফেব্রুয়ারী : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যা করেন তার পিছনে থাকে গভীর কারণ । প্রধানমন্ত্রীর প্রতিটা পদক্ষেপেই জাতীয় বা আন্তর্জাতিক যেকোনো ক্ষেত্রেই গভীর ছাপ ফেলে । চীনপন্থী মালদ্বীপকে জব্দ করতে প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপকে প্রমোট করা ছিল একটা মাস্টার স্ট্রোক । দিন দুই এক আগে দ্বারকার সাগরে ডুব দেওয়ার পিছনেও পিএম মোদীর বড় রাজনৈতিক হিসেব রয়েছে ।এদিকে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ চরম বেকায়দায় ফেলে দিয়েছে কংগ্রেস ও আম আদমি পার্টিকে(আপ) ।
প্রায় দেড়শ ফুট সমুদ্রের গভীরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার ধ্বংসাবশেষের উপর পূজার্চনা করার পিছনেও রয়েছে নরেন্দ্র মোদীর সুচিন্তিত রাজনৈতিক সমীকরণ । কারণ গুজরাটের কালাভাদ, জামনগর গ্রাম্য, জামনগর উত্তর, জামনগর দক্ষিণ, খাম্বালিয়া, দ্বারকা এবং জামজোধপুরের দুটি বিধানসভা আসন মিলে মোট ৭ টি আসনে যাদবদের আধিপত্য । যাদবদের মধ্যে কংগ্রেস এবং আম আদমি পার্টির একটা ভোটব্যাঙ্ক রয়েছে । এমতবস্থায় নরেন্দ্র মোদী সমুদ্রের গভীরে গিয়ে যাদব কুল শিরোমনি ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা করায় ওই দুই রাজনৈতিক দলের যাদব ভোট ব্যাঙ্কে বিজেপি থাবা বসাবে বলে মনে করা হচ্ছে ।
বিজেপির মুলু বেরা খাম্ভলিয়া থেকে বিধায়ক এবং আম আদমি পার্টির (এএপি) হেমন্ত খাওয়া জামজোধপুরের বিধায়ক। লোকসভা নির্বাচনের সমীকরণের কথা বললে, জামনগর লোকসভা আসনটিতে পাতিদারদের প্রভাব, তবে কংগ্রেস এবং বিজেপি উভয়ই এখান থেকে আহিরদের প্রার্থী করছে। এমতাবস্থায় কোনো দলই এই এলাকার গুরুত্বপূর্ণ ভোটারদের উপেক্ষা করতে পছন্দ করবে না। এই ধারাবাহিকতায়, আসন্ন লোকসভা আসনের ওবিসি ভোটারদের বিবেচনায় প্রধানমন্ত্রী মোদীর সমুদ্রের গভীরে গিয়ে শ্রীকৃষ্ণ স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কারন জামনগর আসনটি মূলত ওবিসি অধ্যুষিত। আনজার, খাম্বালিয়া, দ্বারকা, মানভাদর, তালালা, রাজুলা এবং মহুয়ার মতো বিধানসভা কেন্দ্রগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক আহির ভোটার রয়েছে। তাই,বিজেপি জামনগরকে ওবিসি আসন হিসাবে বিবেচনা করে এবং সৌরাষ্ট্র অঞ্চলের সাতটি লোকসভা আসনের মধ্যে একটি জামনগর থেকে একজন আহির ব্যক্তিকে প্রার্থী করে। এটা করা হচ্ছে যে পিএম মোদীর সমুদ্র সফরের সাথে দলের আহিরের পাশাপাশি অবশ্যই যাদব সম্প্রদায়ের সাথে একটি বন্ধন তৈরি করবে । পাশাপাশি প্রধানমন্ত্রী আহির সম্প্রদায়ের মহিলাদের প্রশংসা করে মহিলা ভোট বিজেপির ভোট ব্যাংকে নিয়ে এসেছেন বলে মনে করা হচ্ছে ।
বিগত লোকসভা নির্বাচনে রোড শো চলাকালীন, প্রধানমন্ত্রী মোদী আহির সম্প্রদায়ের লোকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ৩৭,০০০ আহির মহিলাদের দ্বারা পরিবেশিত ‘মহারাস’-এর কথা উল্লেখ করে আহিরানীর (আহির মহিলা) প্রশংসা করেন । আর তাঁর প্রশংসা জামনগর লোকসভা আসনে নির্ণায়ক প্রমাণিত হয়েছিল। এই আসনটি ২০১৪ সালে কংগ্রেসের বিক্রম ম্যাডামের দখলে ছিল । কিন্তু ২০১৯ সালে তার ভাইঝি পুনম ম্যাডামকে প্রার্থী করে আসনটির দখল নেয় বিজেপি । ২০২৪ লোকসভা নির্বাচনেও এই আসনটি বিজেপিরই দখলে থাকবে বলে মনে করা হচ্ছে ।।