এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ ফেব্রুয়ারী : রাষ্ট্রীয় শিক্ষা সম্মান- ২০২৪ দিয়ে সম্মানিত করা হল পূর্ব বর্ধমান জেলার ভাতার দশরথী হাজরা মেমোরিয়াল কলেজের অধ্যাপক সোমনাথ মিশ্রকে ৷ মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) সেন্টার ফর রিসার্চ স্টাডিস অ্যান্ড ডেভেলপমেন্ট ও নব্য ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার এন্ড হোম অ্যাফেয়ার্স এবং ওশিনোগ্রাফি বিভাগের সহযোগিতায় দীঘা সায়েন্স সেন্টারের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সোমনাথ বাবুর হাতে সম্মাননা তুলে দেওয়া হয় । তিনি ছাড়াও সাহিত্যচর্চা এবং সমাজসেবা শিক্ষাক্ষেত্রে কাজের অবদানের জন্য দেশের মোট ৩৭ জন বিভিন্ন ক্ষেত্রে গুণী ব্যক্তির হাতে শংসাপত্র, মোমেন্টো প্রভৃতি তুলে দিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলং ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক সঞ্জয় কুমার, দীঘা সায়েন্স সেন্টারের প্রজেক্ট কো-অর্ডিনেটর নিরঞ্জন গুপ্তা, আসানসোল গভারমেন্ট পলিটেকনিক কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ সুপ্রকাশ রায়, সেন্টার ফর রিসার্চ স্টাডিজ এন্ড ডেভেলপমেন্ট এর সভাপতি ডক্টর চন্দন দত্ত প্রমূখ । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সঞ্জয় কুমার ।
উল্লেখ্য,বাঁকুড়া জেলায় বাড়ি সোমনাথ মিশ্রের । ২০১৪ সালে ভাতার কলেজে এডুকেশন বিভাগে অধ্যাপক হিসেবে যোগদেন তিনি । তারপর থেকে বর্ধমান শহরে পরিবার নিয়ে বসবাস করছেন সোমনাথবাবু । ছাত্র জীবন থেকেই তার সাহিত্য চর্চার প্রতি ঝোঁক ছিল । অবশেষে মঙ্গলবার তারই কৃতিত্বের যথাযথ সম্মান পেলেন ।।