এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৭ ফেব্রুয়ারী : পঞ্চভূত লীন হল জনপ্রিয় গজল গায়ক পঙ্কজ উধাসের নশ্বর দেহ । অগ্ন্যাশয় ক্যান্সারে দীর্ঘদিন ভুগছিলেন গায়ক । তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়েছিল । অবশেষে সোমবার ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । আজ মঙ্গলবার ওয়ারলির হিন্দু শ্মশানে পঙ্কজ উধাসের দেহের শেষকৃত্য সম্পন্ন হয় । তার আগে পঙ্কজ উধাসের মৃতদেহ ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে কারমাইকেল রোডের তার বাংলোতে প্রায় শোয়া ১১ টায় আনা হয়েছিল,সেখানে প্রায় আড়াইটা পর্যন্ত তার শেষ দর্শনের জন্য দেহ রাখা ছিল । অনেক সেলিব্রিটি শিল্পিকে শেষ বিদায় জানাতে প্রয়াত গায়কের বাড়িতে পৌঁছে যান । পরিবারের সদস্যরা হাত জোড় করে শবযাত্রায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
পদ্মশ্রী পুরস্কারে ভূষিত পঙ্কজ উধাসকে তাঁর বাংলোর বাইরে মুম্বাই পুলিশ গার্ড অফ অনার আকারে আনুষ্ঠানিকভাবে শেষ স্যালুট দেওয়া হয়। পঙ্কজ উধাসের শেষকৃত্যে অংশ নেন বিদ্যা বালান , বিশাল ভরদ্বাজ , রেখা ভরদ্বাজ , সেলিম সুলেমান খ্যাত সুলেমান , হরিহান , শঙ্কর মহাদেবন প্রমুখ ।
পঙ্কজ উধাস গজল গায়কী ক্যারিয়ারের রজত জয়ন্তী পূর্ণ করার জন্য ২০০৬ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। সারা বিশ্বে গজলকে বিখ্যাত করার জন্য ২০০৩ সালে নিউইয়র্কে বলিউড মিউজিক অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় তাকে । একই বছরে, গজল ও সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য দাদাভাই নওরোজি ইন্টারন্যাশনাল সোসাইটি কর্তৃক দাদাভাই নওরোজি মিলেনিয়াম পুরস্কারে ভূষিত হন তিনি । ২০০১ সালে তিনি গজল গানের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারও জিতেছিলেন। এর পাশাপাশি আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন পঙ্কজ উধাস ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অনেক রাজনীতিবিদ, খেলোয়াড়,শিল্পী পঙ্কজ উধাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।।