হঠাৎ করে চোখ ভিজিয়ে
গল্প লিখি যদি,
তুমি কি পারবে হতে এক
উথাল পাথাল নদী?
বিষণ্ণ যত নুড়ি পাথর
থাকে অবহেলে পড়ে,
দেবে তাদের স্নেহের পরশ
পরম মায়ায় ভরে?
বিষাক্ত সব বিকৃত অনুভূতি
হিংসা, বিদ্বেষ,ক্ষোভ,
অসততা,অমানবিকতা,দুর্নীতি
আর সীমাহীন লোভ ;
প্রবল ঢেউয়ে দেবে ভাসিয়ে
এইসব অসচ্ছতার কালি ?
তোমার মনের সকল নির্মলতা
অকপটে দেবে ঢালি?
এমনি একটা নদী হয়ে তুমি
বয়ে চলবে নিরবধি ?
চোখ ভিজিয়ে আমি একটা
গল্প লিখি যদি ?