এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ ফেব্রুয়ারী : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর আধিকারিকদের নিজস্ব বাহিনী দিয়ে পিটিয়ে মারার পর থেকেই অন্তরালে চলে গেছেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের ‘কুখ্যাত’ নেতা শেখ শাহজাহান । তারপর ৫৪ টা দিন পেড়িয়ে গেছে । এখনো শাহজাহানকে গ্রেফতারের বিষয়ে হেলদোল নেই রাজ্য পুলিশের । এ কারণে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকাও প্রশ্নচিহ্নের মুখে । ইডির আইনজীবী বারবার কলকাতা হাইকোর্টে রাজ্য পুলিশের ভূমিকা ও শাহজাহানকে গ্রেফতারির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন । বিজিবি অভিযোগ যে মমতা ব্যানার্জির সরকারের নির্দেশেই পুলিশ শাহজাহানকে লুকিয়ে থাকতে সাহায্য করছে । একই অভিযোগ করছেন সন্দেশখালি বাসিন্দারা । এবার সন্দেশখালি ‘ত্রাস’ শাজাহানকে নিয়ে নতুন একটি টেকনিক নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি । তিনি দাবি করছেন যে হাইকোর্টের স্থগিতাদেশের কারনেই শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না । যদিও সোমবার কলকাতা হাইকোর্ট অভিষেক ব্যানার্জীর এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে । আদালত স্পষ্ট জানিয়েছে যে শাহজাহানের গ্রেপ্তারির বিষয়ে কোন স্থগিতাদেশ নেই । ফের একবার হাইকোর্টের স্থগিতাদেশের তত্ত্বকে সামনে নিয়ে এসেছেন মমতা ব্যানার্জির ভাইপো ।
ফের কলকাতা হাইকোর্টকে কাটগড়ায় তুলে আজ এক্স হ্যান্ডেলে অভিষেক ব্যানার্জি লিখেছেন, ‘বিজেপি এবং বাংলা বিরোধী মিডিয়া সত্যিকারের সুবিধাবাদীদের মতো এই নিষেধাজ্ঞার সুফল ভোগ করেছে ! ৭ তারিখে স্টে পরের দিন,৮ তারিখে হিংসাত্মক ও অত্যাচার শুরু হয়। কলকাতা হাইকোর্ট থেকে গতকালের স্পষ্টীকরণের সাথে, আমি নিশ্চিত যে শীঘ্রই ন্যায়বিচার বিজয়ী হবে৷’ পাশাপাশি তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি আবেদনের শুনানির কপি পোস্ট করেছেন ।
এদিকে শাহজাহানের গ্রেফতারি নিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে রাজভবনে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে তিনি নির্দেশ দিয়েছেন ।।