এইদিন স্পোর্টস নিউজ,২৭ ফেব্রুয়ারী : আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন নামিবিয়ার ব্যাটসম্যান ইয়ান নিকল লফটি-অ্যাটন । আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নেপালের বিপক্ষে মাত্র ৩৩ বলে শতক শত পূর্ণ করেছেন ২২ বছর বয়সী লফটি-এটন। তবে আরও তিন বল খেলে ১০১ রানে আউট হন ওই ব্যাটসম্যান । তার ইনিংসে ছিল ১১ টি চার ও ৮ টি ছক্কা । দ্রুততম সেঞ্চুরির পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েন লফটি-এটন। নামিবিয়ার হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে সর্বোচ্চ রানের রেকর্ডও তার দখলে । লফটি-এটন এদিন শুধু চার ও ছক্কা থেকে তোলেন ৯২ রান। এর আগে দলটির হয়ে জেপি কটজে এক ইনিংসে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে ৮২ রান করেছিলেন।
এতদিন দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটি ছিল নেপালের কুশাল মাল্লার দখলে । গত বছরের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন কুশাল ।
তার আগে ২০১৯ সাল পর্যন্ত রেকর্ডটি দখলে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের রোহিত শর্মা ও চেক প্রজাতন্ত্রের বিক্রমাসেকারা । এই তিন জনই সমান ৩৫ বল খেলে শতক করেছিলেন। মিলার ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে, রোহিত একই বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে আর বিক্রমাসেকারা ২০১৯ সালে তুরস্কের বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন ।
আজ নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে নামিবিয়া কুড়ি ওভারে করে ২০৬ রান । সেই রান তাড়া করতে নেমে ১৮৬ রানের গুটিয়ে যায় নেপালের ইনিংস ।।