এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৭ ফেব্রুয়ারী : কর্ণাটক সরকারের আমন্ত্রণে আসা পাকিস্তানপন্থী তথা ভারত বিদ্বেষী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা নিতাশা কৌলকে (Nitasha Kaul) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে । এই ঘটনায় বেজায় চটেছে কংগ্রেস । কংগ্রেস নেতারা এই ঘটনাকে “একনায়কতন্ত্র” বলে নিন্দা করছেন । অন্যদিকে বিজেপি নিতাশা কৌলকে ভারতবিরোধী বলে সমালোচনা করেছে ।
বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র বলেছেন যে নিতাশা কৌলকে “ভারতের সংবিধান ও ঐক্য” বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়ে “টুকড়ে টুকড়ে গ্যাং” এর অপরাধগুলিকে সাদা করার সিদ্দারামাইয়া সরকারের ঘৃণ্য প্রচেষ্টা। মাত্র ।’ তিনি আরও বলেন, ‘কংগ্রেস একজন পরিচিত সন্ত্রাসীকে লাল গালিচায় স্বাগত জানাচ্ছে যে ক্রমাগত বিষ ছড়ায় এবং ভারতের শত্রুদের সাথে মিলে ভারত বিরোধী প্রচার চালায়। এটা ঘৃণ্য যে কংগ্রেসের সমস্ত নেতারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ।রাজ্যের কৃষকরা যখন দুর্ভোগে, তখন সরকার এই ধরনের সম্মেলন আয়োজন করে অপ্রয়োজনীয় খরচ করছে।’ তিনি সমালোচনা করে বলেন, অথচ এই অনুষ্ঠানের জন্য যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে তা কৃষকদের দিয়ে সাহায্য করা যেত ।’
প্রাক্তন ইনফোসিস চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহনদাস পাই কর্ণাটকের কংগ্রেস সরকারের এই প্রকার পদক্ষেপের নিন্দা করেছেন । তিনি এক্স-এ লিখেছেন, ‘আইএসআইএস
সমর্থক এখানে আসা আমাদের শহরকে কলুষিত করবে। আমরা এটা চাই না । তিনি যথারীতি ভারতের বিরুদ্ধে বিষ ঢালতে থাকবেন। সে যা ইচ্ছা তাই করুক, তবে তা দেশের বাইরে ।’।