এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৭ ফেব্রুয়ারী : ইরানের ইসলামী মৌলবাদী শাসক ব্যাপক হরেণ চালাচ্ছে । শুধু মুসলিম জনগোষ্ঠীই নয়, মৌলবাদী শাসকের নিপীড়নের শিকার হচ্ছে ইরানের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও । সংবাদমাধ্যম ইরান ওয়্যারের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইরানে অন্তত ১৬৬ জন খ্রিস্টানকে তাদের ধর্ম বিশ্বাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে । গত বছর ইরানে খ্রিস্টানদের গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধির নথিভুক্ত করেছে খ্রিস্টান অধিকার সংস্থাগুলি । যা নিয়ে তারা উচ্ছেদ প্রকাশ করেছে।
গত ১৯ জানুয়ারী প্রকাশিত আর্টিকেল ১৮ এর বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে সারা দেশে কমপক্ষে ১৬৬ জন খ্রিস্টানকে গ্রেপ্তার হয়েছিল, আগের বছরে গ্রেফতার করা হয়েছিল ১৩৪ জনকে । ওপেন ডোরস, সিএসডব্লিউ-এর সহযোগিতায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে গ্রেপ্তারের ঘটনা ব্যাপক বৃদ্ধি হয় । জুন মাসের আগে মাত্র কয়েকটা গ্রেফতারির রিপোর্ট করা হলেও পরে পরবর্তী তিন মাসের মধ্যে ১০০ জনের বেশি ক্রিস্টানকে গ্রেফতার করা হয়েছিল । ক্রিসমাস আবহের মধ্যেও রেহাই পায়নি ইরানের খ্রিস্টানরা । তবে, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুব কমই তাদের মামলাগুলি প্রকাশ করতে রাজি হয়েছিল, যার ফলে গ্রেফতারের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি ।
গত বছর গ্রীষ্মকালের শেষের দিকে গ্রেপ্তার হওয়া খ্রিস্টানদের মধ্যে অন্তত ১৭ জনকে তিন মাস থেকে পাঁচ বছরের জেল হেফাজতে পাঠানো হয় । বাকিদের শাস্তির মধ্যে রয়েছে যেমন জরিমানা, বেত্রাঘাত এবং কবর খনন প্রভৃতি ।।